কাঁদছে পাথরের পাহাড়
বোমার আঘাতে ক্ষত বিক্ষত দেহ
রক্তাক্ত আদম সন্তানদের দিকে চেয়ে আছে গাজার ধ্বংসযজ্ঞ,
মরুর দেশ বৃষ্টিহীন
রক্তের স্রোতোধারা দেখে কাঁদছে পাথরের পাহাড়।
শতাব্দীর নির্মমতা ঘাতকদের মুহুর্মুহু ছোড়া বোমার আঘাতে
গাজায় বইছে কিয়ামত,
কেউ দেখছে, কেউ না দেখার ভান করছে
আবার কেউ কেউ এগিয়ে দিচ্ছে ঘাতক মরণাস্ত্র,
এভাবেই বাড়ছে রক্ত, লাশ আর ধ্বংস-উল্লাস।
শত শত ফিলিস্তিনি মা—
যাদের দেহে প্রবাহিত রক্ত যন্ত্রণায় যে শিশুরা স্বপ্ন দেখত
স্বাধীন মাতৃভূমির আজ তারা নিথর দেহে
মুখ থুবড়ে পড়ে আছে ধ্বংসযজ্ঞে।
শত শত পিতার কোলে সফেদ কাফনে মোড়ানো স্বর্গীয় শিশুরা
তাদের অন্তিম শবযাত্রা ঘোষণা করছে—
চেয়ে দেখো- আল্লাহর সাহায্য আসছে,
সালাউদ্দিন আইয়ুবী আসছে
আর রচিত হতে চলছে নতুন এক ইতিহাস।
যদিও রক্তখেকো দখলদার হায়েনাদের রক্ত উল্লাসে
ধুলোয় মিশে যাচ্ছে স্থাপত্য কীর্তিকলা
আর হারিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের মাতৃভূমির সীমান্ত রেখা।
গাজায় বোমার আঘাতে ছিন্নভিন্ন দেহ রক্ত মাংসের শিশুরা
চিৎকার করে বলছে—দেখো বিশ্ব মানবতা, দেখো বিশ্ববিবেক
আমরা তোমাদের চেয়ে ভালো আছি ধ্বংসযজ্ঞ আঁকড়ে স্বাধীনতার স্বপ্নে।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]