সিডনিতে অস্ট্রেলিয়ার মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি চিকিৎসকদের সাক্ষাৎ

দেশটির কর্মসংস্থানমন্ত্রী টনি বার্কের সঙ্গে প্রবাসী বাংলাদেশি দুই চিকিৎসক আয়াজ চৌধুরী ও রেজা আলীছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে নবাগত বাংলাদেশি চিকিৎসকদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে দেশটির ফেডারেল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে কর্তব্যরত প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ দুই চিকিৎসক। গত সোমবার দেশটির কর্মসংস্থানমন্ত্রী টনি বার্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন সিডনির বিশিষ্ট দুই বিশেষজ্ঞ চিকিৎসক আয়াজ চৌধুরী ও রেজা আলী। আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে অনেক বাংলাদেশি নতুন চিকিৎসক অস্ট্রেলিয়ায় আসছেন। তাঁদের সঠিক প্রশিক্ষণ, পরিকল্পনা ও পরীক্ষার মধ্য দিয়ে দেশটির মূলধারার চিকিৎসা খাতে অবদানের সুযোগ করে দেওয়া নিয়েই এই আলোচনা করা হয়। এ সময় মন্ত্রী টনি বার্ক বিভিন্ন আশাবাদী সরকারি পরিকল্পনার কথাও জানান তাঁদের।

সিডনির মূলধারার চিকিৎসা খাতে বিশিষ্ট ও সুপরিচিত দুই চিকিৎসক আয়াজ চৌধুরী ও রেজা আলী। আয়াজ চৌধুরী গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিশেষজ্ঞ এবং বর্তমানে অবার্ন হাসপাতাল মেডিকেল স্টাফ কাউন্সিলের প্রধান। অন্যদিকে রেজা আলী বর্তমানে সিডনির ব্ল্যাকটাউন হাসপাতালের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট হিসেবে কর্তব্যরত এবং অস্ট্রেলিয়ার বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সভাপতির দায়িত্বও পালন করছেন।