বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা দিতে বাহরাইনের প্রধানমন্ত্রীর আশ্বাস

বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা খুলতে বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খলিফা আশ্বাস দিয়েছেন। গতকাল সোমবার (২১ আগস্ট) রাষ্ট্রদূত মুহাম্মাদ নজরুল ইসলাম বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে তাঁর গুদায়বিয়া প্রাসাদে সৌজন্য বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় বাহরাইনের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার খোলাসহ ভিসাপ্রাপ্তি সহজীকরণের অনুরোধ করেন। বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য জোর দেন। প্রত্যুত্তরে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রাষ্ট্রদূতের বাহরাইন প্রস্থানের পূর্বেই বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা প্রদানের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত তাঁর সময়কালে সহযোগিতা প্রদানের জন্য বাহরাইনের বাদশাহ, ক্রাউন প্রিন্স, প্রধানমন্ত্রীসহ বাহরাইন সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের প্রশংসা করেন।

এ সময়ে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস এবং অন্যান্যদের মধ্যে বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফাসহ ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।