বুনো আপেল
দেখেছি আমি তারে হ্রদের নীল জলের ধারে,
ঘন নীল আকাশ আর নকশা বোনা সাদা মেঘের ওপারে।
পায়ে চলা পথের দুপাশে ঝোপঝাড় আর ঘন সবুজ বন,
তারই মাঝে দাঁড়িয়ে সেই আপেলের গাছটি কেড়েছে আমার মন।
ধরেছে অজস্র বুনো আপেল সেই গাছটিতে
ফলের ভারে নুইয়ে পড়েছে শাখাটি প্রায় মাটিতে।
দাঁড়াই আমি চলতে গিয়ে কী ভেবে কী জানি,
ডাঁসা কিছু ফল নিলেম পেড়ে শাখাটিরে কাছে টানি।
পরনে যে মোর বিদেশি জামা কোঁচড় ছিল না তাতে,
তাই পকেটে পুরেও যতটা পেরেছি নিলেম দুটি হাতে।
ঝরে পড়ে আছে ডাঁসা পাকা ফল কত যে গাছের তলায়,
তুলে নেবার নেই যে কেউ তাই পড়ে আছে অবহেলায়।
মনে পড়ে যায় ঝড়ের দিনে সেই আম কুড়োনোর স্মৃতি,
মজা করে খাওয়া সেসব মাখিয়ে নুন আর কাসুন্দি।
ভাবছি আমি নেই আম তাতে কেন আর দুঃখ করা?
আমার দুহাত তো আজ বুনো আপেলে রয়েছে ভরা।
নাইবা হলো তাতে কাসুন্দি মাখানো নাইবা হলো সেই রসনা,
আপেল দিয়ে তৈরি হবে নতুন স্মৃতি হবে আমার নতুন রচনা।
চাটনি বানাব না আচার দেব ভাবছি মনে মনে,
ফিরে এসে ঘরে সাজিতে তারে তুলে রাখি সযতনে।