এপাশে আমি, ওপাশে তুমি!

অলংকরণ: আরাফাত করিম

তোমার ছায়ার কাছে তুমিই অচেনা
আমার ছায়া তুমি চিনবে কেমন করে?
অযথা আমায় চেনার চেষ্টা করো না
অস্পষ্ট, অল্প কিছু স্মৃতির কোনা ধরে।
তোমার মায়ার কাছে তুমিই অসহায়
সেই মায়ায় আমায় বাঁধবে কেমন করে?
অযথা তোমার সময় নষ্ট করো না
অসম্পূর্ণ, মিছে কিছু মায়ার বাঁধন ধরে।
তোমার প্রেমের জালে তুমিই অধরা
আমায় প্রেমের ফাঁদে ফেলবে কেমন করে?
অযথা প্রেমে পড়ার চেষ্টা করো না
অসময়ের অল্প কিছু কথার সূত্র ধরে।
তার চেয়ে এই ভালো
অধরা আমি, অধরা তুমি
সমান্তরাল পথেই চলো
এপাশে আমি, ওপাশে তুমি!