লন্ডনের লাইব্রেরিতে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ড অব বাংলাদেশ’ বইটি
যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অব লন্ডন লাইব্রেরিতে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ড অব বাংলাদেশ’ বইটি ক্যাটালগে যুক্ত করা হয়েছে।
বইটি লিখেছেন আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকার। বইটি ইংরেজি ভাষায় এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে স্বপ্ন ’৭১ প্রকাশন থেকে। এর আগে বাংলা ভাষায় বাংলাদেশ ও ভারতে প্রকাশিত হয় বইটি।
আঞ্চলিক গ্রন্থাগারিক (দক্ষিণ এশিয়া) প্রধান ড. বুর্জাইন কে ওয়াঘমার বলেন, সোএস লাইব্রেরিতে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ড অব বাংলাদেশ’ এই গুরুত্বপূর্ণ বইটিকে স্থান দেওয়া হয়েছে। বইটির মাধ্যমে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থী ও গবেষকেরা জানতে পারবেন, বইটি গবেষণাকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অধ্যয়নের জন্য সোএস লাইব্রেরি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক লাইব্রেরি। সেন্ট্রাল লন্ডনের রাসেল স্কোয়ারের সোএস লাইব্রেরির ক্যাম্পাস। এখানে ১ দশমিক ৩ মিলিয়নের বেশি ভলিউম রয়েছে। এ ছাড়া আর্কাইভ, পাণ্ডুলিপি, দুর্লভ বই ও বিশেষ সংগ্রহের একটি বড় সংগ্রাহক, একটি বিস্তৃত ডিজিটাল লাইব্রেরি ও ইলেকট্রনিক সংস্থানগুলোর একটি ক্রমবর্ধমান নেটওয়ার্ক রয়েছে।
বইটির লেখকেরা বলেন, ‘আমাদের গবেষণামূলক এই বই সোএস লাইব্রেরির ক্যাটালগে স্থান পাওয়ায় আমরা গর্বিত, উচ্ছ্বাসিত। এর মাধ্যমে আমাদের বইটি সারা বিশ্বের মানুষ পড়তে পারবেন, বাংলাদেশ সম্পর্কে বিশ্বের নতুন প্রজন্ম জানবে, গবেষকেরা গবেষণা করবেন—এটা আমাদের বড় প্রাপ্তি ও আনন্দের বিষয়।’