যুক্তরাজ্যে আন্তর্জাতিক কবি সম্মেলন

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা নানা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী কবিদের অংশগ্রহণ, তাঁদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও কবিতাবিষয়ক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল লিডস আন্তর্জাতিক কবি সম্মেলন। যুক্তরাজ্য সাহিত্য সংসদ আয়োজনে লিডস শহরে গত রোববার (৩ ডিসেম্বর) এ বিশেষ সাহিত্য অধিবেশনে প্রায় অর্ধশত বাঙালি এবং অবাঙালি কবি, আবৃত্তিশিল্পী অংশ নেন।

যুক্তরাজ্য সাহিত্য সংসদের সভাপতি কবি আহমেদ সৈয়দ শাহনুরের স্বাগত বক্তব্যের পর একে একে সাম্প্রতিক কবিতার গতিপ্রকৃতি নিয়ে বক্তব্য ও কবিতা পাঠ করেন বিবিসি স্লাম চ্যাম্পিয়ন কবি ডেভিড লি মর্গান, কবি এমি নেইলসন স্মিথ, লিডস বিশ্ববিদ্যালয়ের নাট্যনির্দেশনা বিভাগের অধ্যাপক জর্জ রোদোস্থেনাস, চল থিয়াটারের প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান নাট্যগবেষক কবি এডাম স্ট্রিকসন, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাবেক জ্যেষ্ঠ প্রযোজক, সাংবাদিক ও অনুবাদক কাজী জাওয়াদ, সৌধ পরিচালক কবি টি এম আহমেদ কায়সার, ব্রিটিশ-পাকিস্তানি কবি ও শিক্ষাবিদ সিতারা খান, কবি ও কথাসাহিত্যিক শ্রী গাঙ্গুলি, পূর্ব পশ্চিম সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, গল্পকার ও আবৃত্তিশিল্পী সোমা ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক আবৃত্তিশিল্পী নিশাত আফজা, লিডস বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মুশফিক উদ্দিন, আবৃত্তিশিল্পী মিতুল ইফফাত, কণ্ঠশিল্পী সৈয়দ হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্য সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি সৈয়দ আনোয়ার রেজা।

আহমেদ সৈয়দ শাহনুর জানান, ‘প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে আমাদের ডাকে সাড়া দিয়ে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে যেভাবে খ্যাতিমান কবি ও সাহিত্যিকেরা উপস্থিত হয়েছেন, তাতে আমরা যারপরনাই কৃতজ্ঞ। বিভিন্ন ঐতিহ্যের কবি ও লেখকদের এমন মিলনমেলার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি, আমাদের পরস্পরের সৃষ্টিকর্মে নতুন মিথস্ক্রিয়া শুরু হবে, আমাদের রচনার আধার ও আধেয় বিপুলভাবে সমৃদ্ধ হবে।’

অংশগ্রহণকারী কবিদের মধ্যে ডেভিড লি মর্গান বলেন, ‘আমি কবিতার শক্তিতে বিশ্বাসী। সাহিত্য সংসদের এ অভূতপূর্ব আয়োজন নানা কারণেই স্মরণীয় হয়ে থাকবে।’

এ রকম কবি সম্মেলন নিয়মিতভাবে অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে প্রবীণ সাংবাদিক ও অনুবাদক কাজী জাওয়াদ বলেন, কবিতা কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, সমাজ ও অর্থনীতির পরিবর্তন সূচিত করে, আমাদের এসব মৌলিক প্রশ্নের নতুন উত্তরও খুঁজতে হবে আন্তর্জাতিকতার আলোকে।

অধিবেশনের সঞ্চালক কবি সৈয়দ আনোয়ার রেজা বলেন, ‘এ সম্মেলন নিয়ে এযাবৎ যে সাড়া আমরা পেয়েছি, তা অভূতপূর্ব। লিডসের সাহিত্য-ভূগোলে এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে বলে আমি বিশ্বাস করি। সামনের বছরগুলোতে যুক্তরাজ্য সাহিত্য সংসদ এ রকম নতুন নতুন উদ্যোগ ও আয়োজন দিয়ে উত্তর ইংল্যান্ডের সাহিত্যচক্রে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’