জলছবি

অলংকরণ: মাসুক হেলাল

মাঝে মাঝে ইচ্ছে হয় সবুজ টিয়ার মতো কোটরে আত্মগোপন করি

ঢেউয়ের মতো দৌড়ে গিয়ে সাগরে গিয়ে পড়ি,

আজ আমার ইচ্ছেগুলো উড়ছে কেবল তোমার উঠানজুড়ে

পরিসংখ্যান যা–ই বলুক

তোমার মণিহার উতলে ওঠে যখন

তখন গা আমার শিরশির করে,

তোমার লুকানো গন্ধে

মৌ মৌ হৃদয়ের অলিগলি

অজানা কথা সব, সব মনে পড়ে।

সুরঞ্জনা, আমার মায়া বেলা আর কাটে না

দুর্গম সমুদ্র, দুর্গম গহিন মানচিত্র, রঙিন প্রিজম

এসব এখন খুব মনে পড়ে আমার

শ্বাসের প্রবাহ তখন আমার বেড়ে যায়, প্রত্নতাত্ত্বিক অন্ধকারে

পূর্ণিমার অন্ধকারে তুমি হও আড়াল

মেঘের ভেলায় আমি তখনো খুঁজি মুক্তি,

কখনো মেঘ, কখনো জোছনা

এ এক রহস্যময়ী তুমি,

তীব্র জলোচ্ছ্বাসে মুক্তির সে কী চিৎকার

মুক্তির গর্জন

জ্বলেপুড়ে ভস্মীভূত সারা পৃথিবী

অবশেষে মৃদু হাসি

সেরা সংলাপ তোমার মুখে।

সেই নীলিমা, সেই পুরোনো গল্প,

সুরের সুরভী পুনরায় বাড়ে আমার,

ছায়াপথ ঘুরে ঘুরে আমি নীরবতা শিখি

উদাসী অন্ধকারে পরোয়াবিহীন ঘোরাঘুরি,

কতবার লংড্রাইভে সমুদ্র পাড়ি দিয়েছি

সেদিনও হেমন্ত সন্ধ্যা ছিল

প্রাচীন পৃথিবী আরও সুন্দর ছিল

অরূপ রূপের হুংকার ছিল

ঝরনার ঝিরির অফুরান ছিল,

আর তুমি মানেই তো মস্তবড় একটা সেতু

তুমি মানেই জলছবি

তুমি মানেই চিত্রা হরিণ

আর তুমি মানেই তোমার ছায়ার অস্তিত্বে ভেসে যাওয়া।