নর্থ আমেরিকায় ‘পার্বত্য চট্টগ্রাম জুম্মদের’ মিলনমেলা

কোভিড–পরবতী পার্বত্য চট্টগ্রামের জুম্মদের মিলনমেলা উপস্থিত হয়ে গেল কানাডার অন্টারিও অঙ্গরাজ্যর কিংসটন শহরে গ্রাস ক্রিক পার্কে। ৩ সেপ্টেম্বরের এ আয়োজনে আমেরিকার মিশিগান এবং কানাডার মন্ট্রিল ও টরন্টো শহর থেকে জুম্মরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল ভয়েস পত্রিকার (www.hillvoice.net) সম্পাদক প্রীতি বিন্দু চাকমা। তিনি বলেন, জুম্মরা একত্রে একটা শক্তি। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত জুম্মদের মধ্য পারস্পরিক যোগাযোগ ও একত্রে কাজ করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূর্ণা চাকমা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবছর জুম্মদের এ ধরনের অনুষ্ঠান আয়োজন যেন করা হয়। সৃজন তালুকদার তাঁর বক্তব্য জুম্মদের একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসক মুকুল জ্যোতি চাকমা বাংলাদেশ থেকে অতিথি হিসেবে অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, আমাদের জুম্মদের সন্তানেরা যাতে নিজেদের মাতৃভাষা ভুলে না যায়, তার জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বাড়িতে সন্তানদের নিজেদের মাতৃভাষায় কথা বলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, এতে জুম্ম প্রজম্মের বিদেশে অস্তিত্ব টিকে থাকবে।