লেবাননে জাতীয় প্রবাসী দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় লেবাননে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৈরুতে বাংলাদেশ দূতাবাস, লেবানন প্রাঙ্গণে আজ মঙ্গলবার দুপুর ১২টায় দূতাবাস ঘোষিত ‘বিশেষ সেবা সপ্তাহ’–এর সমাপনী অনুষ্ঠিত হয়।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গত ২২ ডিসেম্বর লেবাননপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ কনস্যুলার ও কল্যাণসেবা প্রদানের লক্ষ্যে বিশেষ সেবা সপ্তাহ (২২ থেকে ৩১ ডিসেম্বর) উদ্বোধন করেন।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, বৈরুতের পক্ষ থেকে প্রথমবারের মতো লেবানন থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রদূত অনুষ্ঠানে ‘২০২৩ সালে লেবানন থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের হাতে সম্মাননা’ সনদ, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন। ২ জন নারীসহ মোট ৯ জন লেবাননপ্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মী সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন, ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণার মধ্য দিয়ে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রতিবছর এ দিবস পালন লাখো প্রবাসী বাংলাদেশির জন্য দূতাবাস প্রদত্ত বিভিন্ন সেবা প্রদান কার্যক্রমকে আরও গতিশীল করবে।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় জাতীয় প্রবাসী দিবস পালন অনুষ্ঠানে এ উপলক্ষে প্রস্তুত করা ভিডিও ডকুমেন্টারি এবং ২০২৩ সালে বাংলাদেশ দূতাবাস, বৈরুত প্রদত্ত সেবা কার্যক্রমবিষয়ক উপস্থাপনা ‘ছবি কথা বলে’ প্রদর্শন করা হয়। এর আগে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসের বিশেষ সেবা সপ্তাহ কার্যক্রমের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, বৈরুতের কাউন্সেলর (পলিটিক্যাল) ও দূতালয় প্রধান মো. বাকী বিল্লাহসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে লেবাননে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি নারী–পুরুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি