কানাডাজুড়ে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কানাডার ১০টি প্রদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (ইন্টারন্যাশনাল মাদারস ল্যাংগুয়েজ ডে)। দেশটির বিভিন্ন প্রদেশে রয়েছে বেশ কয়েকটি স্থায়ী শহীদ মিনার। তা ছাড়া দিনটি উপলক্ষে স্থাপন করা হয় বেশ কয়েকটি অস্থায়ী শহীদ মিনারও। এই শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুলেল ভালোবাসা জানানো হয়। বিভিন্ন জায়গার অনুষ্ঠানে কানাডার মন্ত্রী, পার্লামেন্ট, বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজেদের মতো অনুষ্ঠানের আয়োজন করে। কানাডায় বাংলাদেশ হাইকমিশন আলাদা অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ হাইকমিশন অটোয়া
বাংলাদেশ হাইকমিশন কানাডার রাজধানী অটোয়াতে এক অনুষ্ঠানের আয়োজন করে। কানাডায় নিযুক্ত বাংলাদেশের কমিশনার নাহিদা সোবহানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করা হয় অস্থায়ী শহীদ মিনারে।
ম্যানিটোবা
কানাডার ম্যানিটোবা প্রদেশে স্থায়ী শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওই দিন বিকেলে ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ ফেব্রুয়ারি ম্যানিটোবাতে বেঙ্গলি লার্নিং ইনস্টিটিউটর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কানাডার ফেডারেল সরকারের স্পোটর্স মিনিস্টার টেরি ডুগিদ, প্রভিন্সিয়াল সরকারের এমপিপি, স্থানীয় কাউন্সিলরসহ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তা ছাড়া কানাডা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি পালন করেছে।