কানাডায় করোনার নতুন ধরন এক্স বিবি-১.৫ আক্রান্ত ২১ জন
কানাডায় এখন পর্যন্ত ২১ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন এক্স বি বি-১.৫ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাতে কানাডার পাবলিক হেলথ এজেন্সি এ কথা জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত কানাডাসহ ২৯ দেশে করোনাভাইরাসের এ ধরন শনাক্ত হয়েছে।
কানাডার পাবলিক হেলথ এজেন্সি আরও বলেছে, করোনার পর্যাপ্ত তথ্য না পাওয়া পর্যন্ত অনুপাত এবং বৃদ্ধির হার প্রতিবেদনে তারা জানাতে পারছে না।
কানাডায় কোভিড-১৯–এর ধরন শনাক্ত করতে প্রভিন্স এবং টেরিটরিগুলোর সঙ্গে সঙ্গে কানাডা কেন্দ্রীয় সরকারের একটি শক্তিশালী মনিটরিং প্রোগ্রাম আগে থেকেই রয়েছে, যারা সার্বক্ষণিক বিষয়টি পর্যবেক্ষণ করছে। করোনার বিস্তার রোধ করতে চীন, হংকং এবং ম্যাকাও থেকে আসা যাত্রীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক ঘোষণা করেছে কানাডা। এ ঘোষণা আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।
এখন পর্যন্ত কানাডায় ৪৫ লাখ ১০ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। করোনায় ৪৯ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে।