সিডনিতে নটর ডেম কলেজের ‘স্মৃতির রোদ্দুরে ঐতিহ্যের ৭৫ বছর’ উদ্‌যাপিত

অনুষ্ঠানের একাংশছবি: আকাশ দে

অস্ট্রেলিয়ার সিডনিতে জমকালো আয়োজনে উদ্‌যাপিত হয়ে গেল ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। গত ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে সিডনির ব্ল্যাকটাউনের বউম্যান হলে দেশটির প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হলো এ আয়োজন। ‘স্মৃতির রোদ্দুরে ঐতিহ্যের ৭৫ বছর’ শীর্ষক এ উৎসবে সিডনিসহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত শতাধিক প্রাক্তন নটরডেমিয়ান তাঁদের পরিবার নিয়ে সাগ্রহে অংশগ্রহণ করেন।

আয়োজনের শুরুতেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। উৎসব আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত হন ঢাকার নটর ডেম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের শিক্ষক সুশান্ত সরকার ও নাহিদা সুলতানা। অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে তাঁরা আয়োজনটির জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন নটরডেমিয়ানদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের একাংশ
ছবি: আকাশ দে

৭৫ বছর পূর্তি উদ্‌যাপন আয়োজনে প্রাধান্য পায় প্রাক্তন নটরডেমিয়ানদের পুনর্মিলন। এ সময় সকলে নটর ডেমে যাপন করা ২ বছরের স্মৃতি বিনিময় করেন। এ ছাড়া নটরডেমিয়ান হওয়ার কারণে বিদেশেও গড়ে ওঠা বন্ধুদের সঙ্গে আড্ডায় মত্ত হন অনেক সিডনিবাসী। অনুষ্ঠানের একাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয় উৎসবের সূচি। এর মধ্যে বাংলা গান, কবিতাপাঠ, গম্ভীরা গানের নৃত্য  ও সিডনির স্থানীয় ব্যান্ড ট্রিও সংগীত উপভোগ করেন অংশগ্রহণকারীরা। নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে  ম্যাগাজিন ‘জয়যাত্রা’ প্রকাশ করা হয়।

অস্ট্রেলিয়ায় নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব আয়োজন করেছে দেশটির প্রাক্তন নটরডেমিয়ানদের সংগঠন নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া। আগামী দিনে পুনর্মিলনীসহ আরও নানা কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি। এদিকে অনুষ্ঠানে নিয়ে আত্মতুষ্টির কথা জানিয়েছেন সিডনির প্রাক্তন নটরডেমিয়ানরা। অনেকই উৎসব উদ্‌যাপনটি উপভোগ্য ছিল জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।