ভালোবাসার দক্ষিণা
পারফিউমের সুগন্ধে ভরা অভিজাতের হাওয়া,
তবু কেন অন্তরে বিরাজে শূন্যতার ছায়া?
ধনদৌলত যদি বন্দী হলো আত্মার কারাগারে,
কী হবে সোনায় বাঁধানো কাচের প্রাসাদ গড়ে?
মনিমুক্তার পালঙ্কে শুয়েও কেন ঘুম নাহি আসে,
স্বপ্নগুলো কেন আজ রুপালি অশ্রুর স্রোতে ভাসে।
জীবনের প্রাচুর্যই শুধু আনন্দ এনে দিতে পারে না,
বিলিয়ে দেয়ার মাঝেও যে আছে সুখ ষোল আনা।
যতটুকু প্রয়োজন আছে শুধু ততটুকুই নাও,
কী লাভ যদি আবর্জনার স্তূপে ফেলে দাও।
অপচয় বন্ধ কর, জাগাও তোমার মনুষ্যত্বকে,
কড়ায়গণ্ডায় দিতে হবে হিসাব একদিন প্রকৃতিকে।
যদিবা আছে প্রাচুর্য অঢেল এই সুসময়ে,
ভেবেছ কি হবে যদি রিক্ত হয় দুহাত দুঃসময়ে?
মনে রেখো দুপুরের প্রখর সূর্য কিরণ দিন শেষে,
স্তিমিত হয়ে ঢলে পড়ে আঁধারের গায়ে মিশে।
বেছে নিয়ো না ভুল পথ ভোগবিলাসের নেশায়,
ভালোবেসে দিয়ে যাও ফেরত না পাবার আশায়।
হৃদয়ের তৃষ্ণা মেটে না কখনো প্রাচুর্যের বন্যায়,
জীবনের পূর্ণতা আসে শুধু ভালোবাসার দক্ষিণায়।
*দূর পরবাস-এ গল্প, ভ্রমণকাহিনি, ভিডিও, ছবি, লেখা ও নানা আয়োজনের গল্প পাঠান [email protected]এ