বাংলাদেশে কোটা আন্দোলন: জার্মানির বার্লিনে সমাবেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্বিচার হামলার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি ও জার্মান সচেতন নাগরিক একত্র হয়ে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ প্রতিবাদ সভায় অংশ নেন।

গতকাল বুধবার (২৪ জুলাই) বার্লিনের প্রাণকেন্দ্র জার্মান চ্যান্সেলারির সামনে বিকেল পাঁচটায় পূর্বঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই কয়েক শ শিক্ষার্থী জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। কোটা আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি এক মিনিট নীরবতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহাসমাবেশ।

ছবি: সংগৃহীত

দেশে নির্যাতিত পরিবারের বর্ণনা দেন অনেকে। শিশু-কিশোরদের মুখেও শোনা যায় নির্যাতনের করুণ ইতিহাস। কবিতা আবৃত্তিও করেন প্রতিবাদকারীরা।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তাঁরা দেশের শিক্ষার্থীদের ওপর হামলায় আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান।

ছবি: সংগৃহীত