সিডনিতে নজরুল সন্ধ্যা

অনুষ্ঠানে সংগীত পরিবেশনের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো আয়োজনে ‘হৃদয়ে নজরুল’। ১২ নভেম্বর সিডনির ক্যাজুলা পাওয়ার হাউস থিয়েটারে এ আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য কর্মকে উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের উপস্থিতি ছিল উৎসাহজনক।

নাটকের একাংশে নাচ
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানমালার প্রথমে বর্তমান সময়ের কাল্পনিক চরিত্র নজরুল ইসলামকে নিয়ে একটি মঞ্চনাটক ‘হ্যাশট্যাগ নজরুল’। নাটকটি পরিচালনা করেছেন নাহিদ কামাল রূপসা। এরপর নজরুল গীতি পরিবেশন করেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী তানভীর আলম সজীব ও প্রিয়াঙ্কা গোপ।

একই সময় নজরুল কবিতা আবৃত্তি করেন শুভজিৎ ভৌমিক। তাঁদের পরিবেশনা দর্শকদের যেমন মুগ্ধ করেছে, প্রশংসাও কুড়িয়েছে সমানভাবে। এ পর্বের উপস্থাপনায় ছিলেন নজরুল–গবেষক ইরশাদ আহমেদ শাহীন। এ ছাড়া মূল অনুষ্ঠানে উপস্থাপনা করেন সালেহ আহমেদ জামী। প্রবাসে নজরুল কর্ম তুলে ধরার এ আয়োজন যৌথভাবে সম্পাদনা করেছে সিডনির সংগঠন পথ প্রোডাকশনস ও রেমিয়ান্স অস্ট্রেলিয়া।