আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইয়ের বসন্ত উৎসবে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দছবি: লেখকের পাঠানো

ব্যস্ত প্রবাসজীবনে আনন্দ–বিনোদনের কল্পনাও করা যায় না। তারপরও নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি–ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা করে থাকেন বিভিন্ন অনুষ্ঠান। তেমনিভাবে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইয়ের উদ্যোগে আয়োজন করা হয় বসন্ত উৎসব। আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতি যেন পরিণত হয় বাংলাদেশি এক ব্যতিক্রমী মিলনমেলায়। এতে নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল ছোট ছেলেমেয়েদের নানা রকম খেলাধূলা, নাচ, কবিতা আবৃত্তি, বসন্তের সাজ প্রতিযোগিতা, নারীদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধুলা।

দুপুরে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন ছিল দেখার মতো।

লেডিস ক্লাব ইউএইয়ের প্রতিষ্ঠাতা লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বর্ণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ। আয়োজকদের মধ্যে ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহসভাপতি সাদিয়া আফছার, সহসভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কো–অর্ডিনেটর শারমিন রাখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, টিম লিডার ইশিকা পারভিন, টিম লিডার ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার, ফাহমিদা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

*লেখক: নিশাত জাহান চৌধুরী নিশু, মডারেটর, বাংলাদেশ লেডিস ক্লাব, আরব আমিরাত