কানাডার টরন্টোয় কনস্যুলেটে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

কানাডার টরন্টোয় প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার (২০ জানুয়ারি) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল কবির মেনন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ফাহমিদা সুলতানা। অনুষ্ঠানে আরও যোগ দেন ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ঢাকা থেকে আসা কর্মকর্তা ও ই-পাসপোর্ট প্রকল্পের কারিগরি দল।

ফাহমিদা সুলতানা বলেন, কানাডায় বাংলাদেশি ডায়াসপোরার সদস্য এবং এখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। এখন টরন্টোয় কনস্যুলেট থেকে ই-পাসপোর্ট সেবা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. নূরুল আনোয়ার কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেন। বিজ্ঞপ্তি