কানাডায় স্থানীয় সরকারের মাধ্যমে স্বাধীনতা দিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন উদ্‌যাপন

বিদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, আর তা যদি হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কানাডার স্থানীয় সরকারের মাধ্যমে। এমনি একটি বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে—বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয় কানাডার ক্যালগারি শহরে। প্রচণ্ড ঠান্ডার মধ্য বৈরী আবহাওয়া উপেক্ষা করে, বাংলাদেশিরা সমবেত হয়েছিল শুধুই দেশের টানে, দেশের প্রতি ভালোবাসার টানে!

আমাদের স্বাধীনতা শব্দটির সঙ্গে জড়িয়ে আছে লাখো শহীদের আত্মত্যাগ, মা–বোনের সম্ভ্রমহীনতার করুন কাহিনি, বহু মানুষের স্বজন হারানোর বেদনাময় ইতিহাস। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দিনটিকে স্মরণ করে, সম্মান জানিয়ে, এ বছর হৃদয়ে বাংলাদেশ এবং বাংলাদেশি সোসাইটি অব ক্যালগেরি যৌথভাবে ক্যালগারি সিটি হল চত্বরে আয়োজন করেছিল একটি জাঁকজমকপূর্ণ বিশেষ অনুষ্ঠান। ক্যালগারিতে কানাডার স্থানীয় সরকারের মাধ্যমে বাংলাদেশের পতাকা উত্তোলন হয়ে আসছে ২০১৮ সাল থেকে, যার গর্বিত আবেদনকারী নাসরীন আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যালগারির সম্মানিত সিটি মেয়র জ্যোতি গোন্ডেক এবং প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মেজর মইনুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশের পতাকা কানাডার স্থানীয় সরকারের মাধ্যমে উত্তোলনের জন্য আবেদনকারী, হৃদয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসরীন আক্তার এবং বাংলাদেশি সোসাইটি অব ক্যালগারির পরিচালক ড. আহমেদ আল-এমরান নিক্কন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সদস্য ইরফান সাব্বির ও কাউন্সিলরসহ আরও গণ্যমান্য ব্যক্তি। পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সাবেক মেজর ১৯৭১–এর বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়েছে, ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ক্যালগারির স্থানীয় শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কানাডার ক্যালগারিতে বসবাসরত সব সাবেক সৈনিকেরা সব সময় এ পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করে তোলেন। অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন হৃদয়ে বাংলাদেশের পরিচালক ড. মাহবুব আলম এবং ড. বাংলাদেশি সোসাইটি অব ক্যালগারির পরিচালক ডা. আলী আশরাফ লস্কর।