ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের নকশা বাছাইয়ের কাজ চলছে

পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি ফিনল্যান্ডে পালিত হলো মহান ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির কোনতুলায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।

প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাতের মধ্যেও দিবসটি পালনে বিদেশি অতিথি এবং বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সুধীজন মহান ভাষাশহীদদের আত্মত্যাগ ও আত্ম জাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
দিবসের দ্বিপ্রহরে ছিল কোনতুলা আর্ট স্কুলের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আত্তে কালেভা এমপির ধারণ করা ভিডিও বক্তব্যে ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি বলেন, ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে হেলসিংকি সিটি প্রস্তাবিত নকশা নিয়ে কাজ করছে এবং এই প্রকল্পের জন্য সিটি করপোরেশনের একজনকে নিয়োগ প্রদান করা হবে বলেও জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সেইদা সোহরাবী বলেন, বিশ্বের প্রায় ৭৯০ কোটি মানুষ প্রায় ৭ হাজার ভাষায় কথা বলেন, যার প্রায় অর্ধেকই ঝুঁকির মধ্যে রয়েছে। এসব মাতৃভাষা সংরক্ষণে তিনি সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক সংবাদ ২১ ডটকমের প্রকাশক তাসলিমা জামান, কোনতুলা আর্ট স্কুলের প্রধান হেইডি ও আন্তি শিবাকপ। সার্বিক সহযোগিতায় ছিলেন অনুরূপ টিটু। আলোচনা সভা শেষে প্রধান পৃষ্ঠপোষক ও ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের চেয়ারম্যান সংবাদ ২১ ডটকম সম্পাদক জনাব ভূইয়াঁ এন জামান সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ, শিশু ও তাদের অভিভাবকেরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি