লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট অফিসে মহান বিজয় দিবস উদ্‌যাপন

লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট অফিসে মহান বিজয় দিবসে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়ছবি: বিজ্ঞপ্তি

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে গত শনিবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্য ও কনস্যুলেটের কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে কনসাল জেনারেলের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

সন্ধ্যায় বাংলাদেশ স্বাধীনতা–উত্তর আমেরিকায় প্রথম বাঙালিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেসের (বালা) সভাপতি সৈয়দ এম হোসেন বাবুসহ সভাপতি সুলতান শাহরিয়ার বাবু, সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামল, তথ্য সম্পাদক আবুবকর হোসেন সিদ্দিক প্রমুখ বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বিজয় দিবসের তাৎপর্যের ওপর মুক্ত আলোচনা ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্যসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশগ্রহণকালে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটির নেতারা মুক্তিযুদ্ধের পটভূমি, ইতিহাস ও মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও সাহসী ভূমিকার কথা তুলে ধরেন এবং বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে কমিউনিটির সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন প্রজন্মের মনোমুগ্ধকর দেশের গান ও কবিতা সবাইকে বিমোহিত করে তুলে।

এ ছাড়া বক্তারা বলেন, আজকের দিনটি বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নবজাগরণের উদ্দীপ্ত দেশ হিসেবে পরিচিতি হয়েছিল বাংলাদেশের। বিজ্ঞপ্তি