অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের ক্লিনিক্যাল রেডিনেস প্রোগ্রাম

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার ক্লিনিক্যাল রেডিনেস প্রোগ্রাম চালু করেছে। শনিবার (২১ মে) মধ্যরাত পর্যন্ত এ প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। ১২ সপ্তাহব্যাপী এই স্বেচ্ছাসেবী প্রোগ্রামটি আগামী ১০ জুলাই থেকে শুরু হবে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশি মেডিকেল গ্র্যাজুয়েটরা দেশটিতে মেডিকেল সাপোর্ট অফিসার হিসেবে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার চিকিৎসক হিসেবে নিবন্ধিত হতে সাহায্য করবে। পাশাপাশি চিকিৎসা পেশায় জরুরি ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান’ হিসেবেও গ্রহণযোগ্যতা রয়েছে সরকারি এই কর্মসূচিতে। ক্লিনিক্যাল রেডিনেস প্রোগ্রামটি আগে আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েটদের (আইএমজি) জন্য আয়োজন করা হতো না।

আইএমজি ক্লিনিক্যাল রেডিনেস প্রোগ্রামটিতে তত্ত্ব ও রাজ্যের সরকারি হাসপাতালে সরাসরি ব্যবহারিক চর্চা করার সুযোগ রয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে একজন বাংলাদেশি মেডিকেল গ্র্যাজুয়েট অস্ট্রেলিয়ার চিকিৎসাব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার পাশাপাশি ওয়ার্ড রাউন্ডে অংশগ্রহণ, ক্লিনিক্যাল হিস্ট্রি ও মৌলিক ক্লিনিক্যাল পরীক্ষাও গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে থাকছে একজন অস্ট্রেলীয় চিকিৎসকের সুপারভাইজড প্র্যাকটিস মডেল।

এ কর্মসূচিতে যোগদানের যোগ্যতা হিসেবে অবশ্যই বাংলাদেশি মেডিকেল গ্র্যাজুয়েটকে কমপক্ষে অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলের পার্ট ১ পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। থাকতে হবে দেশটির মেডিকেল বোর্ড নির্ধারিত ইংরেজি দক্ষতার প্রমাণ, যা আইইএলটিএস স্কোর ৭ সমমান, করোনার ৩ ডোজ টিকা গ্রহণ ইত্যাদি। কর্মসূচির বিস্তারিত অন্যান্য তথ্য রয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে

কর্মসূচি নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের প্রকাশনা সম্পাদক চিকিৎসক শেখ হায়দার তপু বলেন, বাংলাদেশ থেকে এমবিবিএস সম্পন্ন করে এসে অস্ট্রেলিয়ায় এএমসি পার্ট ১ পরীক্ষা পাস করলেও অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে চাকরি পাওয়া খুব কঠিন, যার আবশ্যিক শর্তও অনেক। এ ক্ষেত্রে আইএমজি ক্লিনিক্যাল রেডিনেস প্রোগ্রামটি বাংলাদেশিদের অনেক সহযোগিতা করবে চাকরির বাজারে।