‘কুড ডু বেটার’

শিক্ষকতাপ্রতীকী ছবি

বাড়ির সামনের বাগানে আমাদের একটি ছোট্ট প্রজেক্ট রয়েছে, যার নাম মিনি স্ট্রিট লাইব্রেরি। যেখানে আমরা আমাদের ভালো লাগা কোনো বই পড়া শেষ হলে প্রতিবেশী ও এলাকার অন্যদের সঙ্গে শেয়ার করি। আসলে একবার পড়া বইগুলো বুকশেলফে থেকে শুধু ধুলাই জমায়। তার চেয়ে অন্যের সঙ্গে বইগুলো শেয়ার করা অনেক ভালো।

আমার দুই কন্যা ইসরা ও ইনায়দার বইয়ের প্রতি আগ্রহ ধরে রাখার জন্য এই লাইব্রেরির শুরু। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যম আর মুঠোফোনের এই যুগে বই পড়ার অভ্যাস ধরে রাখা আমাদের মতো বড়দের জন্য যেখানে বিশাল সমস্যা, সেখানে আর ছোটদের কথা কী বলব। প্রথম দিন আমরা লাইব্রেরিতে বড়দের জন্য আত্মজীবনী ও ভ্রমণকাহিনি (আমার প্রিয় দুটি বিষয়) এবং ছোটদের জন্য কন্যাদের কিছু টিনএজ ফিকশন, ছোটদের Early reader books রেখেছিলাম। খুব দ্রুত স্ট্রিট লাইব্রেরিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই লাল রঙের এই বাক্সে পছন্দের কোনো বই খুঁজেন বা পড়া শেষ হলে নিজেদের কোনো বই অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য রেখে যান। লাইব্রেরিটি এখন আমাদের কমিউনিটির দৈনন্দিন জীবনের একটি প্রিয় অংশ হয়ে উঠেছে। মাঝেমধ্যে ছোট্ট এই বাক্সে এত বই জমা হয় যে কিছু বই বাড়ির ভেতরে এনে রাখতে হয়, যাতে ছোট লাইব্রেরিটি ভেঙে না যায়।

গতানুগতিক ধারার বাইরেও কত বিচিত্র বিষয়ের বই আসে আমাদের স্ট্রিট লাইব্রেরিতে। সপ্তাহান্তের এক সকালে বই গোছাতে গিয়ে পেলাম, ‘Could do better’ নামের এক বই। বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের স্কুল রিপোর্ট নিয়ে এই বই। বইটি দেখার আগে আমার ধারণায়ও ছিল না যে শিক্ষকদের দেওয়া স্কুল রিপোর্ট নিয়ে এ রকম একটি প্রকাশিত বই থাকতে পারে।

শিক্ষকদের এই রিপোর্ট আসলে সবার জীবনে মা-বাবা বা পরিবারের বাইরে থেকে করা প্রথম নিরপেক্ষ ফিডব্যাক। পশ্চিমে পড়াশোনা শেষে চাকরিজীবনেও তা অব্যাহত থাকে বার্ষিক মূল্যায়ন নামে। এমপ্লয়ারকে সৎ ও গঠনমূলক আলোচনা করতে হয় এমপ্লয়ির সঙ্গে। কীভাবে নিজের ক্যারিয়ারের পরের ধাপে যাওয়া যায়, এসব নিয়ে আলোচনা হয়। কিন্তু স্কুল রিপোর্ট হোক আর কর্মক্ষেত্রের রিপোর্ট, সব জায়গায় মূল লক্ষ্য বরাবরই ‘Could do better’।

এই বইয়ের কিছু স্কুল রিপোর্ট ছিল বেশ মজার আবার কিছু রিপোর্টে শিক্ষকেরা সিরিয়াস উদ্বেগ প্রকাশ করেছিলেন ছাত্র বা ছাত্রীকে নিয়ে। প্রিন্সেস ডায়ানার রিপোর্ট কার্ডে শিক্ষকের মন্তব্য ‘She must try to be less emotional in her dealings with others’ বহু বছর পর জনপ্রিয় এ প্রিন্সেসের জীবনের সব জটিলতার কারণ যেন দৈবক্রমে জানা ছিল তাঁর এই শিক্ষকের।

বিখ্যাত গায়ক জন লেননের শিক্ষক তাঁর ওপর এতই অসন্তুষ্ট ছিলেন যে লেনন যে বানের জলে ভেসে যাচ্ছেন, তা রিপোর্টে উল্লেখ করতে ভোলেননি। তবে ক্রিয়েটিভ লোকেরা যে এ রকম ছন্নছাড়াই থাকেন যুগে যুগে।

উইনস্টন চার্চিলের শিক্ষকেরা প্রায়ই উল্লেখ করতেন যে তিনি ‘নিয়মিতভাবে অনিয়মিত’—নিয়ম ভঙ্গকারী এবং প্রায়ই দেরি করে ক্লাসে আসতেন। মজার বিষয় হলো, এই অস্থির ছাত্রই একদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে মিত্রপক্ষের নেতৃত্ব দেন। শিক্ষকের পর্যবেক্ষণ যে সব ভুল ছিল, তা কিন্তু নয়। উইনস্টন চার্চিল তাঁর ভুল নীতির কারণে, বিশেষ করে বেঙ্গল দুর্ভিক্ষের মতো ঘটনার জন্য লাখ লাখ মানুষ অনাহারে মারা গিয়েছিল উপমহাদেশে। চার্চিল ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেছেন জীবনভর, তাঁর শিক্ষকের রিপোর্টের মতোই তিনি ছিলেন নিয়মিতভাবে অনিয়মিত। ডিপ্রেশন খারাপ হলে এক মানুষ, ভালো থাকলে অন্য রকম।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের সব শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। নতুন প্রজন্মকে গড়ে তুলতে তাঁদের পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি কীভাবে ভবিষ্যৎকে আকার দেয়, তা সত্যিই অসাধারণ। মা–বাবা যখন সন্তানদের ছোট–বড় সাফল্যে ব্যাপক খুশি হন, তখন শিক্ষকেরাই শুধু বলে ওঠেন আরও ভালো করা চাই, মেধার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না ‘You could do better’।