ইতালিতে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদায় ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস কর্তৃক মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ইতালি, সার্বিয়া ও মন্টেনিগ্রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান সকালে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয় দূতাবাসের সম্মেলনকক্ষে; যেখানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের সব কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ এবং ‘স্বাধীনতা শব্দটি কী করে আমাদের হলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দূতাবাসের প্রথম সচিব (শ্রমকল্যাণ) আসিফ আনাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ইতালি আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, নারী নেতা, গণমাধ্যমকর্মী, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তি