মিশিগানে লেবার ডে উৎসব

মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে লেবার ডে উৎসবে প্রবাসী বাংলাদেশিরা
ছবি: লেখক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে প্রতিবারের মতো এবার তিন দিনব্যাপী (৩, ৪ ও ৫ সেপ্টেম্বর) লেবার ডে ফ্যাস্টিভেল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবার মেলার ৪২তম বর্ষ উদ্‌যাপন করা হয়েছে। মেলা অনুষ্ঠিত হয়েছে শহরের জোসেফ ক্যাম্পু সড়কে।

তিন দিনের এ মেলাতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী এ মেলা দেখতে রাজ্যের বিভিন্ন শহর থেকে লোকজন এসেছিলেন। শিশু থেকে সিনিয়র সিটিজেন—সব বয়সের মানুষের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা। মেলায় ছিল কেনাকাটার জন্য রকমারি স্টল, গানবাজনাসহ খাবারের দোকান। ছিল কার্নিভ্যাল রাইড, রেসলিং প্রতিযোগিতা।

মিশিগানে প্রবাসী বাংলাদেশিরা
ছবি: লেখক

৫ সেপ্টেম্বর ছিল মেলার শেষ দিন এবং আকর্ষণীয় প্যারেড। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে, গেয়ে অংশ নেয়। প্যারেডটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিশিগানে লেবার ডে উৎসবে বাংলাদেশি রিকশা
ছবি: লেখক

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নাড়িয়ে তাঁদের অভিনন্দন জানায়। এ বছর প্রবাসী বাংলাদেশিদের একাধিক সংগঠন এতে অংশ নেয়। দুর্গা টেম্পলের পক্ষ থেকে বড় একটি দল প্যারেডে অংশ নেয়। তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ঢোল, করতাল, হারমোনিয়াম, কাঁসর বাজিয়ে গান, কীর্তন করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টেম্পলের পক্ষ থেকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা শিশু–কিশোরদের ক্যান্ডি বিতরণ করতে দেখা যায়।