অস্ট্রেলিয়া সফর করে গেলেন বাংলাদেশের ১০ সাংবাদিক

অস্ট্রেলিয়ার সাংবাদিকতা শিক্ষাসফরে যোগ দিতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত বিশেষ প্রতিনিধিদলের সদস্যরা
ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ায় সাংবাদিকতা শিক্ষাসফর শেষে ঢাকা ফিরে গেলেন বাংলাদেশি সাংবাদিকেরা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস’–এর আমন্ত্রণে দেশটিতে সাংবাদিকতাবিষয়ক শিক্ষাসফর করেন বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের ১০ জন বিশেষ প্রতিনিধি। গত ২৮ মার্চ সিডনি পৌঁছে সাত দিনব্যাপী আয়োজন শেষে ৫ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে রওনা করেন আমন্ত্রিতরা। এ সময় তাঁরা অস্ট্রেলিয়ার অন্যতম দুই শহর সিডনি এবং মেলবোর্নে অবস্থান করেন।

সফরকালে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের বড় সংস্থা ওয়াকলি ফাউন্ডেশন, দেশটির সরকারি গণমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি নিউজ), দেশটির অন্যতম গণমাধ্যম গ্রুপ নিউজকর্প অস্ট্রেলিয়া, সরকারের কমনওয়েলথ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা (সিএসআইআরও) ইত্যাদি স্থানে আয়োজিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।

এ সাংবাদিকতা শিক্ষাসফরে যোগ দিতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত বিশেষ প্রতিনিধিদলে ছিলেন রাহীদ এজাজ (প্রথম আলো), পরিমল পালমা (দ্য ডেইলি স্টার), মো. রেজাউল করিম (ডেইলি সান), এ কে মোহাম্মদ মঈনউদ্দীন (ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ), মাইনুল আলম (ইত্তেফাক), মাসুদ করিম (যুগান্তর), মোহাম্মদ ফরিদুর রহমান (চ্যানেল আই), আবেদা সুলতানা (বৈশাখী টিভি), নাফিজা দৌলা (ইনডিপেনডেন্ট টিভি) ও আবু হেনা ইমরুল কায়েস (বাংলাভিশন টিভি)।