কাজী নজরুলের ১২৫তম জন্মবার্ষিকীতে ‘অঞ্জলি লহ মোর’ সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকাতার রবীন্দ্রসদনে কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষ্ণপুর নজরুলচর্চা কেন্দ্র আয়োজন করে ‘অঞ্জলি লহ মোর’ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ৩০০ জন শিল্পী এই নজরুল-প্রণামে শ্রদ্ধা নিবেদন করেন।

গত ২৩ জুন সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, ভারতীয় বিদ্যাভবনের ডেপুটি ডিরেক্টর সুজাতা ঘোষ ও পাকড়াশি হারমোনিয়ামের কর্ণধার শুভজিৎ পাকড়াশি। অনুষ্ঠানটি পরিকল্পনা করেন ছায়ানটের (কলকাতা) সভাপতি সোমঋতা মল্লিক।

দলীয়ভাবে নজরুলসংগীত পরিবেশন করেন গীতলেখা, গীতিলোক সেন্টার ফর পারফর্মিং আর্টস, গানের সাথী, চারুশীলে, স্বরলিপি সংগীত কেন্দ্র (হাওড়া) ও সপ্তসুরের শিল্পীরা।

কাজী নজরুল ইসলামের প্রিয় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন পুনশ্চ রবীন্দ্রানুসারী রবীন্দ্রসংগীত শিক্ষাকেন্দ্র ও কলাপী নিউটাউনের শিল্পীরা। দলীয়ভাবে নজরুল কবিতা আবৃত্তি করেন উচ্চারণ, কাব্যাঙ্গন, শ্রুতিমন, ব্রততী পরম্পরার (বারাকপুর শাখা) শিল্পীরা। এককভাবে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ করেন কল্লোল বসু, সুকন্যা রায়, দেবযানী বিশ্বাস, মিতালী ভট্টাচার্য্য, অপরাজিতা মল্লিক, শতানীক ভট্টাচার্য, সংঘমিত্রা ব্যানার্জী, অরণ্য স্পন্দন ভদ্র, মৌমিতা ঘোষ, ইন্দ্রাণী নাগ, সৌমিত্র নারায়ণ শূর, সোহালিয়া সিং, জয়িতা দত্ত ও গোপা ভট্টাচার্য্য রায়। একক নৃত্য পরিবেশনায় ছিলেন প্রিয়াঙ্কা কাশ্যপি ও সায়নী দাস। দলীয় নৃত্য পরিবেশন করেন মুদ্রা ডান্স আকাদেমি, ঠাকুরপুকুর চিদানন্দ ড্যান্স একাডেমি, আঙ্গিকম ডান্স একাডেমির শিল্পীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অমিতাভ নাথ ও তানিয়া চ্যাটার্জি।