কায়রোয় বিজয় দিবস উদ্‌যাপন

মিসরের কায়রোয় বাংলাদেশ দূতাবাস ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতাযুদ্ধের মহান বিজয়ের ৫১তম বার্ষিকী উদ্‌যাপন করেছে। বিজয় দিবসের প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের সদস্যের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন।

দ্বিতীয় পর্বে সন্ধ্যা পৌনে ছয়টায় দূতাবাস মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা এবং বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফিরাত প্রার্থনা করে মোনাজাত করা হয়। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী উপস্থিত অতিথিদের সামনে পাঠ করে শোনানো হয়।

মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র, পেশাজীবী, ব্যবসায়ী এবং কায়রোর বাইরে থেকেও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে দূতাবাসের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কবিতা আবৃত্তি, দেশের গান ও আনন্দদায়ক কৌতুক পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি