‘পরান’ মুক্তি পাচ্ছে কানাডার ১২ সিনেমা হলে
আগামীকাল শুক্রবার বাংলাদেশের সাড়া জাগানো বাংলা সিনেমা ‘পরান’ একযোগে মুক্তি পাচ্ছে কানাডার ১২টি সিনেমা হলে। কানাডার ছয়টি প্রদেশের বিভিন্ন হলে ছবিগুলো মুক্তি পাচ্ছে। সবচেয়ে বেশি মুক্তি পাচ্ছে অন্টারিও প্রদেশের ছয়টি হলে। এর মধ্যে কানাডার রাজধানী অটোয়ার সিনে কমপ্লেক্স সাউথ কিস সিনেমাস ও ল্যান্ড মার্ক সিনেমাসে মুক্তি পাচ্ছে ‘পরান’। অপর দিকে বাকি হলগুলো হলো কানাডার সবচেয়ে বড় শহর ও টরন্টোর এগলিন্টন টাউন সেন্টারে, মিসিসাগার সিনেপ্লেক্স সিনেমাস পার্কে, হোয়াটবি এলাকার ল্যান্ড মার্ক সিনেমাসে এবং কিটচেনিয়ার এলাকার ল্যান্ড মার্ক সিনেমাসে।
ক্যুবেক প্রদেশের মন্ট্রিয়াল শহরের সিনেপ্লেক্স সিনেমাস, ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের সিনেমা সিটি নর্থ গেটে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের গ্র্যান্ড স্ট্রবেরি হিল সিনে কমপ্লেক্সে। নোভা স্কোশিয়া প্রদেশের রাজধানী হেলিফেক্স শহরের স্কোশিয়া ব্যাংক থিয়েটারে মুক্তি পাবে ‘পরান’। অন্যদিকে আলবার্টা প্রদেশের ক্যালগারি শহরের সিনেপ্লেক্স ওডেন সান রাইজস্পেকট্রাম সিনেমাস ও ল্যান্ডমার্ক সিনেমাস কান্ট্রি হিলসে।
ছবিটি আগামীকাল মুক্তি পেলেও কত দিন চলবে, তা জানা যায়নি। তবে কানাডার হলগুলোয় শুক্র-শনি-রবি এই তিন দিন বেশি ভিড় থাকে। ইংলিশ মুভি ছাড়া অন্য ভাষার ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য নির্ভর করে সেই ভাষায় কথা বলা লোকজনের হলে দেখতে যাওয়ার উপরে। ‘পরান’ ছবির কানাডায় ব্যবসায়িক সাফল্য নির্ভর করবে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের হলে গিয়ে দেখার মাধ্যমে।
‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’, ‘ডুব’সহ বেশ কিছু বাংলাদেশি সিনেমা কানাডার হলে মুক্তি পেয়েছিল। এ মুহূর্তে কানাডার হলগুলোয় ভারতীয় ‘পাঠান’ ছবিটিও চলছে। ‘পাঠান’ ছবিটি কানাডায় বসবাসরত ভারতীয় উপমহাদেশের দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ‘পাঠান’ ছবিকে কেন্দ্র করে হলগুলোয় উপচে পড়া ভিড় দেখা গেছে।