নিউইয়র্কে মায়ের ভালোবাসা ও কুইনসের রানির মমতা
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে পাহাড়-পর্বত, জঙ্গল ও সাত সাগর পাড়ি দিয়ে জার্মানির পতাকাবাহী উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে নিউইয়র্ক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল। সারা দিন বৃষ্টি হচ্ছিল। বন্ধু মোহাম্মদ তোফাজ্জেল হোসেন গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল। তোফাজ্জেল বরগুনার তালতলী উপজেলার ছোট বগীর বরগুনা সরকারি কলেজের ১৯৮৭ সালে উচ্চমাধ্যমিক ও ১৯৮৯ সালে বিএসসির ছাত্র ছিল। তিন যুগের মতো হলো ডিভি লটারি পেয়ে আমেরিকায় এসেছে।
নিউইয়র্কের কুইনস শহরের জ্যামাইকা অঞ্চলে মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের বাস। রানির মতো স্ত্রী মরিয়ম আক্তার, এক পুত্র, পুত্রবধূ, এক কন্যা, ছোট দুই ভাই, মা, শ্বশুর-শাশুড়িসহ তাদের বাস। সে নিউইয়র্কের বরগুনা সমিতির সভাপতি। তার বাড়িতে, এ প্রবাসে যৌথ পরিবার দেখে মনে হলো, আমি তালতলীতেই এসেছি। দুই মায়ের স্নেহ ও কুইনস রানি মরিয়ম ভাবির আন্তরিকতা ও দায়িত্ববোধ আজীবন আমাকে ঋণী করে রাখবে।
ওই দিন বিকেলেই বৃষ্টির মধ্যে গেলাম জ্যাকসন হাইটসে। যাওয়ার পথে বরগুনা কলেজের সাবেক ভিপি রেজবুল কবিরের বাসা হয়ে তাকে সঙ্গে নিয়ে গেলাম। বরগুনার গৌরবময় শরিষামুরী ইউনিয়নের প্রবাসী ব্যবসায়ী গোলাম সারোয়ার রিটনের অফিসে গেলাম, এলেন কমিউনিটির অন্যতম প্রাণপুরুষ শাহ আলম ভাই। সবাই মিলে বেশ আড্ডা ও নৈশভোজ। পরদিন আমার সঙ্গে যোগ দিল বড় ভাইয়ের ছেলে ছগিরুজ্জামান। বন্ধু তোফাজ্জল ও কুইনসের রানি মরিয়ম ভাবি ঘুরিয়ে দেখাল লিবার্টি টাওয়ারসহ নিউইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থান। কথা হলো বরগুনার জেসমিন, শাপলা, লাভলি, সোহাগ ও লিটনের সঙ্গে। দেখা করতে এসেছিল আবু নাফিয়া খান। ফোন করে খবর নিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আকবর হায়দার কিরণ ও জার্মানির সাবেক বিমান কর্মকর্তা সিদ্দিকুর রহমান ভাই। দুষ্টামির ছলে তোফাজ্জলের দুই মাকে বললাম, ‘খালাম্মারা, চুই পিঠা বানাবেন না!’ রাতে বাসায় এসে দেখি, দেশীয় পদ্ধতিতে চালের রুটি ও চুই পিঠা (অনেক এলাকায় বলে সেমাই পিঠা) টেবিলে রেডি। পরদিন আমার সৌজন্যে বাড়িতে ঘটা করে নৈশভোজও হয়ে গেল। তোফাজ্জেলের ছেলের বউকে (নোয়াখালীর মেয়ে) জিজ্ঞাসা করলাম, ‘মা তোমরা পানিকে হানি কেন বলো?’ উত্তরে বলল, ওদের পানি মধুর মতো স্বাদ, তাই!
দুই মায়ের ভালোবাসা ও মরিয়ম ভাবির মমতাভরা আন্তরিকতায় নিউইয়র্কে পুরো এক সপ্তাহ কাটিয়ে দিলাম। এরপর সেখান থেকে টেক্সাসের ডালাসে যাচ্ছি। পৃথিবীর সব মায়ের জন্য অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।