মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদ্‌যাপন করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন যুদ্ধদিনের স্মৃতিচারণা করছেনছবি: লেখক

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে। গত রোববার (২৪ মার্চ) বাংলা স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্বগাথা জেনে, কবিতা পড়ে, গান গেয়ে, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা শুনে স্বাধীনতার ৫৩তম বর্ষকে স্মরণ করেছে। স্কুলের নিয়মিত বাংলা ক্লাসে চিত্রাঙ্কন শেষে বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টায় মিনিটে বাংলা স্কুল সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রথমেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা’ কবিতা থেকে পাঠ করেন বাংলা স্কুলের কার্যকরী কমিটির সহসভাপতি ফায়সাল খালিদ শুভ। এই পর্যায়ে একাত্তরের রণাঙ্গনের যুদ্ধজয়ী বীর শাহাদাত হোসেন মুক্তি সংগ্রামের স্মৃতিচারণা করেন। এই বীর মুক্তিযোদ্ধা বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও বীরত্বের সত্যগল্প বলেন। যুদ্ধ দিনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এই স্বাধীনতা সংগ্রামী ছাত্রছাত্রীসহ সবাইকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার পরামর্শ দেন। এ পর্বটি সঞ্চালনা ও পরিচালনা করেন কাজী আশফাক রহমান।

মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদ্‌যাপন করলো ক্যাম্বেলটাউন বাংলা স্কুল
ছবি: লেখক

অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্বে স্কুলের ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। দলগত ও একক পরিবেশনা প্রতিটি ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা তাদের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়। এই পর্ব অংশ নেয় আইজা, আমিরাহ, গার্গি, মিকাইল, রায়ান, জারা, মারিয়াম, ফাতিমা, সারিনা, সোহারদিতি, নাজিফা,সুহানা, মুনাজ্জাহ, মুহাইমীন, নাশভা, রাইয়ান, মাহরুস, অনিরুদ্ধ, আদিয়ান, আমীনা, নাশিয়া, নুসাইবা, মৃন্ময়ী, নুসাইবা হক, জারিফ, আদ্য, অস্কার, অর্নিলা, ইমরান, অর্না ও মারজান। এই পর্বে সঞ্চালকের ভূমিকায় ছিলেন শ্রেণিশিক্ষক অনিতা মণ্ডল। সমন্বয় করেন শ্রেণিশিক্ষক অনজুমান আরা আইরিন, শায়লা ইয়াসমীন নুসরাত, সায়মা হক, নুসরাত মৌরি ও অনিতা বিশ্বাস মীরা।

স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের সোনামণিদের আঁকা ছবি
ছবি: লেখক

বেলা একটায় বাংলা স্কুল সভাপতি মসিউল আযম খান স্বপন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রধান সমন্বয়কারী নাজমুল আহসান খানের পরিচালনায় ও অধ্যক্ষ রুমানা খান মোনার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফায়সাল খালিদ শুভ। কারিগরী নিয়ন্ত্রণে ছিলেন রাফায়েল রোজারিও। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়াকুব আলী ও নুরুল ইসলাম শাহিন। সহযোগিতায় ছিলেন সুমিত রায়, মোস্তফা হাসান, তাবাসসুম হক, বিশাখা পাল, মৃন্ময় পাল, মইনুল ইসলাম ও ফায়সাল রহমান।

উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উন্মুক্ত থাকে।