লিসবনে বাসাভাড়া বৃদ্ধিতে বিক্ষোভ
পর্তুগালের রাজধানী লিসবনসহ কয়েকটি বড় বড় শহরে গতকাল শনিবার বাসাভাড়া বৃদ্ধির প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় তাঁদের প্রত্যেকেরই হাতে ছিল বিভিন্ন ধরনের প্রতিবাদী লেখাযুক্ত প্ল্যাকার্ড ও ফেস্টুন।
মূলত পর্তুগালের শতকরা ৫০ ভাগের ও বেশি কর্মীর বেতন ১ হাজার ইউরোর কম। এ ছাড়া দেশটির ন্যূনতম মজুরি ৭০৫ থেকে ৭৬০ করা হয়েছে ২০২৩–এর শুরুতে, যাতে কোনো লক্ষণীয় পরিবর্তন হয়নি। অন্যদিকে এক গবেষণায় দেখা গেছে, লিসবনে এক কক্ষের ফ্ল্যাটভাড়া প্রায় ১ হাজার ৩০০ ইউরো, যা প্যারিস– মাদ্রিদকেও ছাড়িয়ে গেছে।
ফলে লিসবন সাধারণ মানুষের জন্য অবসবাসযোগ্য কেন্দ্রে পরিণত হচ্ছে দিন দিন। এ কারণে বিশেষভাবে দেশটির তরুণসহ পর্তুগিজদের মধ্যে হতাশার ছাপ দেখা গেছে।
এ নিয়ে পর্তুগাল সরকারও বেশ উদ্বিগ্ন রয়েছে। কম বেতনের পাশাপাশি বাসাভাড়া বৃদ্ধি সাধারণ জনগণের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ জন্য সরকার অভিবাসীদের গোল্ডেন ভিসা স্কিমের আওতায় নতুন করে লাইসেন্স প্রদানে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এদিকে প্রতিনিয়তই দেশটিতে ভিড় জমাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। এক দিকে যেমন বাসাভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, অপর দিকে কাজের সংকটের সম্মুখীন হতে হচ্ছে অভিবাসীদের। ফলে বেশির ভাগ প্রবাসীরাই উদ্বিগ্নতার মধ্যেই জীবন যাপন করছেন দেশটিতে।