টরন্টোয় ঘাসফড়িং-এর সাহিত্য আড্ডা

ছবি: বিজ্ঞপ্তি

কানাডার টরন্টোর সাহিত্যবিষয়ক সংগঠন ‘ঘাসফড়িং সাহিত্য চর্চা’র উদ্যোগে বাংলাদেশি কানাডিয়ান লেখকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে এগলিনট স্কয়ার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। গত শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই আড্ডায় বাংলাদেশি কানাডিয়ান লেখকেরা নিজস্ব লেখা থেকে পাঠ ও তাঁদের বই নিয়ে অনুভূতি প্রকাশের পাশাপাশি উন্মুক্ত সাহিত্য আড্ডায় মেতে ওঠেন। দর্শক–শ্রোতাদের প্রশ্ন আর লেখকদের উত্তর মিলিয়ে সাহিত্য আড্ডাটি জমজমাট হয়ে ওঠে।

ঘাসফড়িংয়ের এই সাহিত্য আড্ডায় টরন্টোর জর্জ ব্রাউন কলেজের অধ্যাপক সুজিত কুমার দত্ত সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক শওগাত আলি সাগর, ঘাসফড়িংয়ের প্রধান আমিনুর রহমান। নিজের লেখা বই ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক সুব্রত কুমার দাস, লেখক আকবর হোসেন ও লেখক স্নেহাশীষ রয়। কবিতা পাঠ করেন তাপস কর্মকার ও নাহিদ খান।

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত কবি হেলাল হাফিজ ও শিল্পী পাপিয়া সারোয়ারকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। এই পর্বে আলোচনা করেন রুমানা খান ও মাঞ্জুমান আরা।

ছবি:বিজ্ঞপ্তি

সাহিত্য আড্ডায় কবিতা আবৃত্তি করেন নুরুন্নাহার সুপ্তি, অমৃতা রায়, মাঞ্জুমান আরা, ফ্লোরা নাসরীন ইভা ও আরিয়ান হক। কবিতা আবৃত্তির সঙ্গে বাঁশিতে ছিলেন সোহেল সালেহ। সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা চৌধুরী ও চন্দন পাল। গানের সঙ্গে যন্ত্র সংগত করেছেন তবলায় চিন্ময় কর ও হারমোনিয়ামে চন্দন পাল। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সজীব চৌধুরী ও ইয়াসির খান। স্বেচ্ছাসেবক দলের অন‍্যতম সদস‍্য ছিলেন আরিয়ান হক, আমির, ঈশান খান ও অমৃতা রায়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজ্জাদ আলি।

সাহিত্য নিয়ে ভিন্ন আঙ্গিক ও মেজাজের অনুষ্ঠানটি দর্শক–শ্রোতাদের প্রশংসা অর্জন করেছে।