‘স্বচিন্তা’

অলংকরণ: মাসুক হেলাল

তুমি কি কখনো তোমাকে দেখেছ?
যেমনি করে পরকে দেখো?
নিজের দিকে চোখটি মেলে
নিজেকে নিজে দেখতে শেখো।
পরের জুতায় পা না রেখে
নিজের জুতায় পা রাখো,
পরের ধূলি নিজে না মেখে
নিজের ময়লা নিজে ঢাকো।
অন্য কারও দৌড় দেখে
নিজে যেন না দৌড়াই
নিজের সামর্থ্য বুঝে
নিজের সাথেই লড়ি লড়াই।
অন্যে পরখ করার আগে
নিজেকে নিজে পরখ করো,
অন্যের খুঁত ধরার আগে
নিজের খুঁত নিজে ধরো।
পরখ করে দেখলে নিজের
দেখবে তুমি কত সুন্দর,
না হয় কিছু কমতি আছে
রাখবে ঢেকে নিজের অন্দর।
পরকে তা করতে দিলে
করবে তারা তাদের মতো,
খোঁচাখুঁচি করে করে
খুব বাড়াবে আরও ক্ষত।
সুযোগ তুমি পাবেই পাবে
নিজের ঘাটতি ঠিক করার
না হয় কিছু রয়েই যাবে
থোরাই কিছু বইবে ধরার!
হতাশ হওয়ার নেই তো কিছু
নিজের ভারে ভর করি
নিজের সম্বল আঁকড়ে ধরে
নিজের জীবন নিজেই গড়ি।