স্পেনে আরও বাড়ল ১ বছর বিনা মূল্যে ট্রেন ভ্রমণসুবিধা
স্পেনে স্বল্প ও মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য বিনা মূল্যে ট্রেনের টিকিটসুবিধা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ সুবিধা ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। গত ১২ জুলাই প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ঘোষিত এ স্কিম রাষ্ট্রমালিকানাধীন রেল কোম্পানি রেনফে দ্বারা চালিত স্বল্প ও মাঝারি দূরত্বের ট্রেনগুলোতে প্রযোজ্য। এটি আন্তর্জাতিক পর্যটকসহ নাগরিক-অভিবাসী সবাই এ সুবিধা পাবেন।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো ২০২৩ সালের জন্য রেনফের স্বল্প এবং মাঝারি দূরত্বের ট্রেনের টিকিটগুলো সম্পূর্ণ ভর্তুকিযুক্ত রাখার পরিকল্পনা ঘোষণা করেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এই নীতিকে একটি কাঠামোগত নীতিতে রূপান্তর করতে যাচ্ছি এবং কার্বন নিঃসরণ কমাতে গণপরিবহনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ফলাফল দেখতে পাব। বিনা মূল্যে ভ্রমণের সুবিধার কারণে বিপুলসংখ্যক নাগরিক তাঁদের গাড়ি ছেড়ে ট্রেনে ভ্রমণ করছেন।’
যাত্রীদের সাহায্য করার জন্য এ বছরের জুনে রেনফে ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী সানচেজ দেশের আর্থিক অবস্থা পর্যালোচনা করার পর এ বছরের শুরুতে স্বল্প ও মাঝারি দূরত্বের নির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণ সম্পূর্ণ বিনা মূল্যে করার সিদ্ধান্ত নেন।
যদিও টিকিট বিনা মূল্যে, অফারের সুবিধা নিতে ১০ বা ২০ ইউরো জমা দিতে হবে। এটি ফেরত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিসেম্বরের শেষের মধ্যে কমপক্ষে ১৬টি ভ্রমণ করতে হবে।