সিডনিতে বাংলাদেশি প্রকৌশলীদের ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ উদ্‌যাপন

অনুষ্ঠানের একটি অংশছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি প্রকৌশলীদের একটি ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ উদ্‌যাপন করা হয়েছে। আন্তর্জাতিক প্রকৌশল জোট ওয়াশিংটন অ্যাকর্ডের স্বাক্ষরকারী দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি সিডনির একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশের এ স্বীকৃতি প্রাপ্তিকে উদ্‌যাপন করেছেন সিডনির বাংলাদেশি প্রকৌশলীরা। এ সময় সিডনিতে বসবাসরত শতাধিক বাংলাদেশি প্রকৌশলী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন অ্যাকর্ডের সাবেক সভাপতি এবং বর্তমান আন্তর্জাতিক প্রকৌশলী জোটের সভাপতি ইমেরিটাস অধ্যাপক এলিজাবেথ টেইলর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়ার স্বীকৃত প্রধান হেলেন ফেয়ারওয়েদার, সিডনির বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানের একটি অংশ
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলাদেশের এই প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। এ সময় বাংলাদেশের এ স্বীকৃতি অর্জনের জন্য প্রখ্যাত প্রকৌশলী অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আয়োজক সংগঠন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অস্ট্রেলিয়ার চ্যাপটারের সভাপতি প্রকৌশলী আবদুল মতিন ও সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান।

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]