লন্ডনে শিশুদের জন্য বাংলা সাংস্কৃতিক কর্মশালা

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

উদীচী স্কুল অব পারফর্মিং আর্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিল লন্ডন এবং তার বাইরের শিশুদের নিয়ে ৯ দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি ২৩ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় যুক্তরাজ্যের উদীচী পরিচালিত লন্ডনের মর্যাদাপূর্ণ আইডিয়া লাইব্রেরি হোয়াইটচ্যাপেলে এমন কর্মশালা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক ও নৃত্যকলার শিক্ষক শ্রীপর্ণা দেবসরকার বলেন, ‘এমন আয়োজন করতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে। ভবিষ্যতেও এমন আয়োজন আমরা করব। এ আয়োজনের মাধ্যমে আমাদের শিশু–কিশোরদের মধ্যে বাংলা সংস্কৃতি তাদের মধ্যে জাগিয়ে তোলার কাজটি করেছি। যাতে করে প্রবাসে থেকে আমাদের সংস্কৃতি ভুলে না যায়।’

প্রশিক্ষকরত শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

প্রবাসে বাঙালি ঐতিহ্যের তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। আটজন প্রতিষ্ঠিত প্রশিক্ষক নিয়ে ৯ দিনব্যাপী এই সাংস্কৃতিক ও শিক্ষামূলক ম্যারাথনে শিল্প, গান, কবিতা, নৃত্যসহ প্রায় ৭০ জন শিশু অংশগ্রহণ করে।

গ্র্যান্ড ফিনালে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানের একটি নৃত্য এবং কবিতা পরিবেশনা করা হয়। কর্মশালাটি লন্ডনের মর্যাদাপূর্ণ আইডিয়া লাইব্রেরি হোয়াইটচ্যাপেলে অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের শিক্ষামূলক উপহার দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের উদীচী শিল্পী গোষ্ঠীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘লন্ডনে আমরা দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য–সংস্কৃতি নিয়ে কাজ করেই চলছি। বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথমবারের মতো এমন উদ্যোগ নিতে পেরে ভালো লাগছে। আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’