সিডনিতে ভাষা উৎসব অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ভাষা উৎসব। ১০ ডিসেম্বর দেশটির বহু ভাষার আর জাতির মেলবন্ধনে আয়োজিত হয় এ উৎসব। পৃথিবীর সব ভাষার অক্ষুণ্নতা ও সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মকে একই কাছে উদ্বুদ্ধ করতে আয়োজিত হয় এ ভাষা উৎসব।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু অনুষ্ঠানসূচি। এরপর বিশ্বের সব মাতৃভাষার বর্তমান সার্বিক পরিসংখ্যান তুলে ধরা হয়। এরপর আমন্ত্রিত বিভিন্ন ভাষার অতিথিদের বক্তব্যে তাঁদের নিজ নিজ মাতৃভাষা রপ্তসহ সব ভাষার সংরক্ষণে সবার সহযোগিতা কামনা করেন। ভাষা উৎসবে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাংসদ, কাউন্সিলর, বহুজাতিক সংগঠন ও বিদ্যালয় প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় ১৩০ জন শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সিডনির বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উৎসবে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজক সংগঠন সাবকন্টিনেন্ট ফ্রেইন্ডস অব ক্যাম্পবেলটাউনের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ।