স্রোতের আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হলো সাহিত্য আসর

সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’-এর আয়োজনে প্যারিসে একটি হলে অনুষ্ঠিত হলো নববর্ষের সূচনা সাহিত্য আসর। ১১ জানুয়ারি সন্ধ্যায় কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় এ আসর অনুষ্ঠিত হয়। আসরে স্ব-অনূদিত কবিতা, স্বরচিত কবিতা, ছড়া, গল্প এবং প্রবন্ধ পাঠে অংশগ্রহণ করেন কবি আবু জুবায়ের, কবি ও চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি বদরুজ্জামান জামান, প্রাবন্ধিক মুহাম্মদ গোলাম মুরশেদ, আবৃত্তিশিল্পী মুনির কাদের, সাহিত্যানুরাগী আব্দুল হামিদ, সাহিত্যানুরাগী মোহাম্মেদ আহমেদ সেলিম, কবি মেরি হাওলাদার, সংগীতশিল্পী সুমেকার প্রমুখ।

সন্ধ্যা ছয়টায় আসর শুরু হয়ে শেষ হয় রাত নয়টার দিকে। টানা তিন ঘণ্টাব্যাপী আসরের সমাপ্তি হয় আপ্যায়ন ও শিল্পী সুমেকারের সংগীতের মাধ্যমে। আসরে পঠিত কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধের ওপর আলোচনা-সমালোচনায় আসর জমে ওঠে। পঠিত লেখার ওপর কবি আবু জুবায়ের, কবি ও চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহামের প্রাতিষ্ঠানিক আলোচনা-সমালোচনা সঙ্গে অংশ নেন উপস্থিত সবাই।

আলোচনায় উঠে এসেছে, আমাদের সাহিত্যকে বিশ্বসাহিত্যে আরও বেশি তুলে ধরার জন্য বিশ্বসাহিত্যের কোথায় কী হচ্ছে, তা জানার জন্য পাঠে মনোনিবেশ করতে হবে। বাংলা সাহিত্য আর বিশ্বসাহিত্যের মধ্যে সংযোগ স্থাপনের তাগাদা সবাইকে অনুভব করতে হবে।

বিশেষ করে ফরাসি সাহিত্যের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন খুবই প্রয়োজন। মৌলিক রচনার সঙ্গে আমাদের অনুবাদ নিয়ে কাজ খুবই প্রয়োজন। ছোটকাগজ ‘স্রোত’-এর এ সাহিত্য আসরের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য উপস্থিত সবাই স্রোতের প্রতি আহ্বান জানান।