মুক্তি

অলংকরণ: মাসুক হেলাল

পছন্দের জায়গায়ই আমরা সবাই ছুটে যেতে চাই, তবে তার জন্য মাইন্ড কনটেইন্ট থাকা খুব জরুরি। আমরা মানুষ, মানুষের সঙ্গেই আমাদের জীবন কাটাতে হয়। দেখার ইচ্ছা, কথা বলার ইচ্ছা, পাশে বসার ইচ্ছা, একটু ছোঁয়ার ইচ্ছা—এসবই আমাদের স্বগোত্রীয় আচরণ। একা একা ভালো থাকা যায় না বলেই মানুষ সঙ্গী খোঁজে।

মনের চর্চা করার জন্য মানুষ প্রিয় মানুষ খোঁজে, ভাব–ভালোবাসা করার জন্য মানুষ মানুষকে খোঁজে, তবে সময় বিনিয়োগে অবশ্যই আমাদের সতর্ক থাকা চাই। আমার কথা হচ্ছে দেরিতে আসুক, কিন্তু প্রিয় মানুষটি যেন সঠিক মানুষ হয়, এটা এনশিউর করতে হবে। একটা সম্পর্কে দূরত্ব নানা কারণে আসতে পারে, দূরত্ব সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে কারণে–অকারণে অভিযোগ করা এবং ভুল করেও নিজেকে গিল্টি ফিল না করা।

এই শ্রেণির মানুষ থেকে আপনি আনন্দ না–ও পেতে পারেন, তবে একবার ভালোবেসে ফেললে তাকে থামানো আসলেই অসম্ভব, আবার ধৈর্যের বাঁধ একবার ছিঁড়ে গেলে সুতা ছেঁড়া ঘুড়ির মতো তখন আর গন্তব্য ঠিক থাকে না, তাই মনে মনে খাপ না খেলে জড়িয়ে ধরে মিলিয়ে যাওয়ার কোনো দরকার নেই। মনের ভেতর দুঃখ পুষেও আমি ভালোবাসার যত্ন করার মতো মানুষ, সুতরাং কেউ যদি তোমার হৃদয় হরণ করে, এটলিস্ট তাকে ধন্যবাদ দিয়ো, কেননা তিনি তোমার অনেক বড় ধরনের একটা উপকার করেছেন।

ভালো লাগাটা খুব সহজ একটা ব্যাপার, কিন্তু ভালোবাসা? ওটা খুব কঠিন বিষয়। আধিপত্য বিস্তারের চেষ্টা হলে ভালো লাগা হবে কিন্তু ভালোবাসা কোনোদিনই হবে না। তারপরও বলি, ভালোবাসায় আসলেই আনন্দ আছে, যত দিন অভিযোগ নেই, আনন্দও তত দিন আছে। ভালোবাসায় ইগোর দখলদারত্ব যেন না থাকে আর ভালোবাসা মানেই তো হলো মুক্তির ইশারা।