বিষাদে আশা
গিয়েছে হারিয়ে সুখের দিন,
ভেঙেছে আশার সোনার বিন,
নিভেছে প্রদীপ হৃদয়-ঘরে,
আঁধারে পথ হারিয়েছ কি?
বাতাস বইছে, শুকায় ফুল,
ম্লান হয়ে যায় হাসির কণা,
স্বপ্ন ভাঙে, বেজে ওঠে কান্না,
জীবন কি তবে শুধুই যন্ত্রণা?
না বন্ধু, না, তা কখনো নয়,
জীবন তো এক অগ্নিশিখা,
জ্বলতে হবে, জ্বালতে হবে,
অন্ধকার দূর হবে তবেই দেখা।
বেদনা যদি রয় এ প্রাণে,
তবু কি থাকিব থেমে থেমে?
ব্যথার সুরে বাঁধিব গান,
আশার ডালা গেঁথে গেঁথে।
যাক না দুঃখ, যাক যাতনা,
আশার মশাল হাতে ধরি,
অমর সুরে গান গেয়ে,
চলব জীবন আলোর ভরি।
পরের জন্য দাও এ প্রাণ,
জাগাও বুকে সাহস, গান,
অশ্রুর মাঝেই ফোটে যে হাসি,
সে–ই তো জীবনের আসল দান।
প্রত্যয়ের দ্বার খোলো হৃদয়ে,
দুঃখ এলেও থেমো না তাতে,
স্বপ্ন যদি মরে যায় হাতে,
বাঁচবে কি আর হৃদয় তাতে?
আশার আলো জ্বালাও তুমি,
যতই দুঃখ আসুক ছুঁই,
ঝড় উঠুক, ঝরুক ধারা,
দৃঢ়চিত্তে থেকো তুমি।
নিজের সুখ নয়, দাও পরেরে,
ত্যাগের মাঝেই আনন্দ গড়ে,
শূন্য থাকলে হৃদয় হবে,
ভালোবাসায় পূর্ণ তবে।
অন্ধকার যত ঘনিয়ে আসে,
ততই খোঁজো নতুন ভোর,
হতাশা যত ডাকবে পেছনে,
বলো তুমি, ‘জয়ী হব এবার!’
বাধা যতই আসুক সামনে,
ফিরে তাকিয়ো না আর,
শিখরে ওঠার যতই কষ্ট,
জয় ছিনিয়ে আনবে বারবার।
ভালোবাসো, আলো ছড়াও,
জীবন গড়ো নতুন রঙে,
ব্যথার মাঝে বাঁধো সুর,
চলো আশার নতুন ঢঙে।
গান গেয়ে চলো নির্ভীক হয়ে,
জীবন তো এক বহমান ঢেউ,
উঠবে-নামবে, হাসাবে-কাঁদাবে,
তবু সে গান বেঁচে রইবে!
তাই বিষাদ থাক, দুঃখ থাক,
তবু আশার মৃত্যু নেই,
অন্ধকার যতই ঘিরে থাকুক,
আলোর বারতা রয়ে গেই!
পথচলা থামিয়ো না বন্ধু,
সাফল্য একদিন ধরা দেবে,
ব্যথারও মাঝে গাঁথা থাকে,
নতুন সূর্যের রঙিন ভোর!
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com