বাংলা টাউনে সাইন আবার নষ্টের চেষ্টা
অভিবাসীদের অন্যতম স্বর্গরাজ্যখ্যাত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় শহরের মতো গ্রেট লেকবেষ্টিত রাজ্য মিশিগানের বৃহত্তম নগরী ডেট্রয়েটেও গড়ে উঠেছে চায়না টাউন, মেক্সিকান টাউন, গ্রিক টাউন ও পোল টাউন। বিভিন্ন জাতিগোষ্ঠীর বসতিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় যেমন গড়ে উঠেছে টাউন, তেমনি বাংলাদেশি আমেরিকান–অধ্যুষিত এলাকায় বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে গঠন করা হয়েছে বাংলা টাউন। টাউনের প্রবেশদ্বারে লাগানো হয়েছে দৃষ্টিনন্দন সাইন। সাইনটিকে তিনবার বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। নষ্ট করার পেছনে জাতিগত বৈষম্যের কথা বলা হলেও নিজ জাতিগোষ্ঠীর সম্পৃক্ততাকেও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশি-আমেরিকান মানুষের ঐক্য ও ঐতিহ্যের প্রতীক, বাংলাদেশিদের রাজধানীখ্যাত ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরের বাংলাদেশ অ্যাভিনিউ তথা কনান্ট অ্যাভিনিউয়ের পাশে অবস্থিত জেইন ফিল্ডের পশ্চিম পাশে, বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (ব্যাপেক) উদ্যোগে এবং ডেট্রয়েট সিটির সহযোগিতায় বাংলা টাউনের বাংলাদেশি–অধ্যুষিত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় পতাকাখচিত বাংলা টাউন সাইন ২০১৭ সালের ২০ অক্টোবর স্থাপন করা হয়। এর শুভ উদ্বোধন করেন ডেট্রয়েট সিটি মেয়র মাইক ডোগান।
প্রায় এক বর্গমাইল এলাকা বিস্তৃত বাংলা টাউনের প্রবেশদ্বারে পাঁচ বছর ধরে দৃষ্টিনন্দন বাংলা টাউন সাইনটি প্রবাসী বাংলাদেশি তথা সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। বাংলাদেশি আমেরিকান–অধ্যুষিত হ্যামট্রামিক শহরের উত্তর দিকে এবং বাংলাদেশি আমেরিকানদের আবাসস্থল ডেট্রয়েট শহরের কনান্ট অ্যাভিনিউয়ের ঐতিহ্যবাহী জেইন ফিল্ডের সবুজ চত্বরের পাশঘেঁষা ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন সাইনটি মিশিগানে বেড়াতে আসা বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় পতাকাখচিত বাংলা টাউন সাইনটি কমিউনিটির মানুষের সহায়তায় বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (ব্যাপেক) উদ্দ্যেগে এবং নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়।
ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডোগান ২০১৭ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সাইনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ নভেম্বর মিশিগান অঙ্গরাজ্যের তৎকালীন গভর্নর রিক স্নাইডার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ এলাকাকে বাংলা টাউন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। কাকতালীয়ভাবে সাইনটি উদ্বোধনের ঠিক পাঁচ বছরের মাথায় গত বছরের নভেম্বরে কে বা কারা স্প্রে পেইন্ট দিয়ে সাইনটিকে নষ্ট করে ফেলে। সাইনটির সার্বিক তত্ত্বাবধানে থাকা বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ডেট্রয়েট সিটির পার্ক অ্যান্ড রিক্রিয়েশন বিভাগকে বিষয়টি অবহিত করে। কর্তৃপক্ষ সাইনটি পরিষ্কার করে। গত বছরের মতো এবার সেই নভেম্বরে সাইনটির ওপর ময়লা ফেলে নষ্ট করার চেষ্টা করা হয়।
বারবার সাইনটিকে নষ্ট করার অপচেষ্টায় কমিউনিটির সর্বস্তরের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের ঘটনায় বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আইনপ্রয়োগকারী সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন সাইনের নিরাপত্তা ও সুরক্ষা প্রদানে পুলিশি তদন্তের পাশাপাশি, ব্যাপেকের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে—সাইন এলাকায় রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরার ব্যবস্থা করা। বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে কমিউনিটির সবাইকে সাইনটির ওপর সার্বক্ষণিক নজর রাখতে অনুরোধ জানানো হয়েছে।