সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের বনভোজন অনুষ্ঠিত

বনভোজনের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিসহ নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে কর্তব্যরত বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আনন্দ-ফুর্তির এ আয়োজন করা হয় গত শনিবার (১৭ জুন) সিডনির নিউক্যাসলের স্পিয়ার্স পয়েন্ট পার্কে। প্রতিবছরের ধারাবাহিতায় এ বছরের আয়োজনে ব্যতিক্রম ছিল বাসে করে একসঙ্গে বনভোজনে যাওয়া। নির্ধারিত বাস সিডনির বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশি চিকিৎসক এবং তাঁদের পরিবারকে একত্র করে বনভোজনে পৌঁছায়। প্রতিবছরের মতো এবারও এ বনভোজনের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস।

বনভোজনের একাংশ
ছবি: সংগৃহীত

সিডনির শীত শীত আবহাওয়ার মিষ্টি রোদের মধ্যে প্রাতরাশের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত নানা ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়। সব বয়সীদের জন্য উপযোগী খেলার ব্যবস্থা ছিল। ফলে সবাই বনভোজন উপভোগ করেন প্রবাসজীবনের সব ক্লান্তি ভুলে। বনভোজনে অংশগ্রহণের জন্য আয়োজক সংগঠনের নির্বাচিত নতুন কমিটির সাধারণ সম্পাদক ফাইজুর রেজা ইমন সবাইকে ধন্যবাদ জানান।

বনভোজনের একাংশ
ছবি: সংগৃহীত