পর্তুগালের বন্দরনগরীতে ভাঙচুর করা শহীদ মিনার পুনঃস্থাপন
পোর্তো, পর্তুগালের বন্দরনগরী, যেখানে লিসবনের পর সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস। বায়ান্নোর ভাষাশহীদদের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশের মতো লিসবন শহরে স্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয় ২০১৬ সালের ২০ ডিসেম্বর। পাশাপাশি বাংলাদেশি ও স্থানীয় পর্তুগিজ নেতাদের উপস্থিতিতে নিয়মিত গুরুত্বসহকারে পালিত হয়ে আসছে ২১ ফেব্রুয়ারিসহ অন্যান্য দেশের জাতীয় দিবসগুলো।
গত ২৯ মার্চ পোর্তো ক্যাথেড্রালে অবস্থিত ভাষাশহীদদের স্মরণে নির্মিত স্থায়ী শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটে। বাংলাদেশি কমিউনিটির নেতারা তখন ভাঙচুর করা স্থানটি পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে, যা পরবর্তী সময়ে তদন্তাধীন অবস্থায় ছিল। অবশেষে পোর্তো সিটি করপোরেশনের উদ্যোগে নতুন করে আবার স্থায়ী শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়েছে, যা শহরটিতে অবস্থানরত সব বাংলাদেশির জন্য বড় সফলতা।
এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটি অব পোর্তোর সভাপতি ও শহীদ মিনার স্থাপনের উদ্যোক্তা শাহ আলম কাজল জানান, ‘ধন্যবাদ দিতে হবে পোর্তো সিটি করপোরেশনকে, যারা আমাদের আবেগকে সম্মান জানিয়ে নতুন করে স্থায়ী শহীদ মিনার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।’