যথাযোগ্য মর্যাদায় ম্যানিলায় বিজয় দিবস উদ্যাপন
যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন করেছে ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস। বিজয়ের ৫৩ বছর উদ্যাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে বাংলাদেশ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর সন্ধ্যা ৬টায় দূতাবাস প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন শুরুতেই মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। সেই সঙ্গে তিনি স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী সব মা-বোনের, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাই-আগস্ট ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নিহত ও আন্দোলনে লড়াই করে আহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের তিনি প্রশংসা করেন।
এরপর ফিলিপাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিশেষে বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এবং দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি