সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ মে

অস্ট্রেলিয়ার সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ মে সিডনির গ্রানভিলে অবস্থিত গ্র্যান্ড রয়্যাল ভেন্যুতে আয়োজনটি অনুষ্ঠিত হবে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (ডিইউএএএ) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজক কমিটির সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন, ‘অস্ট্রেলিয়ায় এত বড় পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এই প্রথম। ইতিমধ্যেই অনেক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আমরা আশা করছি, আরও শিক্ষার্থী ও তাঁদের পরিবার এ অনুষ্ঠানে অংশ নেবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও কবিতা পরিবেশন করবেন। এ ছাড়া বাংলাদেশ থেকেও দুজন প্রথিতযশা সংগীতশিল্পী আসার সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করছি সবার জন্য একটি স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করতে।’

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

১৯৮৫ সালের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. হালিমুশ্বান বলেন, ‘৪০ বছর পর আবার সেই ক্যাম্পাসের স্মৃতি নিয়ে সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে দেখা হবে, ভাবতেই ভালো লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সোনালি দিনগুলো একঝলক আবার ফিরে পাব বলে আশা করছি। এ আয়োজন আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

১৯৯৭ সালের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাকিনা আক্তার বলেন, ‘এই রিইউনিয়ন শুধু পুরোনো স্মৃতিকে ধরে রাখার চেষ্টা নয়; বরং নতুন প্রজন্মের কাছে আমাদের শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরারও একটি সুযোগ। আমি আমার সন্তানদের নিয়ে এ অনুষ্ঠানে অংশ নিতে খুবই উৎসাহিত।’

অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন করা হবে। আয়োজকেরা জানিয়েছেন, নিবন্ধন আপাতত চলবে ২০ এপ্রিল পর্যন্ত এবং টিকিট নিতে হবে দেশি ইভেন্টের ওয়েবসাইট থেকে।