মিশিগানে সরস্বতীপূজা উদ্যাপিত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে গত রোববার (২ ফেব্রুয়ারি) সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা ডেট্রয়েট, ওয়ারেন, হ্যামট্রাম্যাকসহ বিভিন্ন স্থানে বিদ্যাদেবীর পূজা–অর্চনাসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড পালন করেছেন। দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান ও শুভ্রতার, বিশুদ্ধতার প্রতীক। শিশু, কিশোর–কিশোরী, তরুণ–তরুণী ও নারী–পুরুষ সবাই শ্বেতশুভ্র জামাকাপড় ও শাড়ি পরে মন্দিরে এসেছিলেন।
দুর্গা টেম্পল: ডেট্রয়েটে অবস্থিত দুর্গা মন্দিরে ২ ফেব্রুয়ারি তিথিমতো সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পূজা, বেলা ১টায় পুষ্পাঞ্জলি, ২টায় শিশুদের হাতেখড়ি ও বেলা আড়াইটায় ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এরপর বিকেলে বৈশালী দেব, শ্রাবণী দাশ, তৃশিতা ধরের উদ্যোগে ছিল শিশু ও কিশোর–কিশোরীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তারা দেবী সরস্বতী, সরস্বতীর বাহন হাঁস, বাংলাদেশের পতাকা, শাপলা ফুল, গাছ, নৌকার ছবি আঁকে। এখানে বেড়ে ওঠা শিশুদের ছবি আঁকা দেখে অনেকেই প্রশংসা করেন। কারণ, এদের প্রায় প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে বাংলা, বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্য। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুলসংখ্যক শিশু, কিশোর–কিশোরী অংশগ্রহণ করে। চারটি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় সব বিভাগেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়, অংশগ্রহণকারী সবাইকে একটি সনদ ও মেডেল দেওয়া হয়, বিচারকমণ্ডলীতে ছিলেন শান্তিলাল বিশ্বাস, মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক, আবৃত্তিজন প্রদীপ চৌধুরী, মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক পার্থ দেব।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান পরিবেশন করে শিশু ও কিশোর–কিশোরীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর। মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সূত্রধর জানান, পূজায় এবার যে ভক্ত সমাবেশ হয়েছে, তা আশাতীত। নিকট অতীতে পূজায় এত ভক্তের সমাবেশ হয়নি। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ প্রতিকূল আবহাওয়া (তুষারপাত) উপেক্ষা করে ভক্তরা যে মন্দিরে এসেছেন, তার জন্য তাঁদের দুর্গা টেম্পলের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
শিবমন্দির: ওয়ারেন সিটির শিবমন্দিরে তিথিমতো সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে গত রোববার (২ ফেব্রুয়ারি)। এতে পূজা–অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে ছিল বিভিন্ন গ্রুপে বিভক্ত শিশু–কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু–কিশোরেরা গান ও নৃত্য পরিবেশন করে। এরপর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
কালীবাড়ী: ওয়ারেন সিটির কালীমন্দিরে গত রোববার সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে পূজা–অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন মন্দিরের শিল্পীরা।
সদ্য প্রতিষ্ঠিত হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে ২ ফেব্রুয়ারি সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন বাড়িতে নিজ নিজ উদ্যোগে তিথিমতো সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে পূজা–অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।