কানাডার হাউস অব কমন্সে উঠছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল: পার্লামেন্ট সদস্য টেরি

টেরি ডুগিদ
ছবি: কানাডার পার্লামেন্টের ওয়েবসাইট থেকে নেওয়া

শিগগিরই কানাডার হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল উঠবে। এ বিল ওঠার পর কেন্দ্রীয় সরকার কানাডাজুড়ে দিবসটি পালন করবে। ২১ ফেব্রুয়ারি কানাডার ম্যানিটোবায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে কানাডার হাউস অব কমন্সের সদস্য টেরি ডুগিদ এ কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সহযোগিতায় ছিল কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন ম্যানিটোবা (সিবিএ)।

উল্লেখ্য, কানাডার বেশ কয়েকটি প্রদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রাদেশিক প্রক্লামেশন জারি করেছে।

ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইউনিভার্সিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টায়। প্রথমে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবরার ফাহিম এবং সিবিএর প্রেসিডেন্ট শরীফ ইসলাম।

ফুলে ফুলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার
ফাইল ছবি

স্বাগত ভাষণের পর অস্থায়ী শহীদ মিনারে ফুল দেন আমন্ত্রিত অথিতিরা। এরপর বক্তব্য দেওয়া হয়। টেরি ডুগিদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উইনিপেগ সিটির প্যানেল মেয়র জেনিস লুকাস, সিটি কাউন্সিলর মার্কস চেম্বার, সিবিএর সাবেক প্রেসিডেন্ট নাসরিন মাসুদ, আসন্ন প্রাদেশিক নির্বাচনে এনডিপি থেকে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী দুর্দানা ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর পাশাপাশি কানাডাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বাংলাদেশ হাইকমিশন দিনটি পালন করে। হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সকাল সাড়ে ৯টায় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমানের উপস্থিতিতে কানাডার রাজধানী অটোয়াতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। হাইকমিশন অফিসে বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কানাডার টরোন্টোর ডেন্টনিয়া পার্কে তীব্র শীত উপেক্ষা করে স্থায়ী শহীদ মিনারে ফুল দেয় অনেক বাংলাদেশি।

মন্ট্রিয়লে এ বছর স্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। সেখানেও প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাতে পুষ্পস্তবক প্রদান করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্যরা।

কানাডার অন্যতম বড় শহর ক্যালগেরিতে শেষ হয়েছে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠান। ২১-এর প্রথম প্রহরে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।