রমজান উপলক্ষে ফ্রাঙ্কফুর্ট শহরে বর্ণিল আলোকসজ্জা
জার্মানিতে এই প্রথমবারের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। জার্মানির বাণিজ্যিক শহরের কেন্দ্রস্থলে গত রোববার সন্ধ্যা থেকে এই আলোকসজ্জায় অর্ধচন্দ্রাকার তারা, নানা ধরনের লন্ঠন ও ‘শুভ রমজান’ লেখা সজ্জায় আলোকিত করা হয়েছে।
বড়দিনের উৎসবে জার্মানির ছোট–বড় শহরে আলোকসজ্জার বিষয়টি নতুন নয়। তবে এই প্রথম জার্মানিতে মুসলিমদের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোকসজ্জা করা হলো।
মধ্য জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরটিতে নানা ধর্মের অভিবাসীদের বসবাস। এই মুহূর্তে এই শহরে এক থেকে দেড় লাখ মুসলিম বসবাস করেন। তাঁরা শহরটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। শহর কর্তৃপক্ষের এই উদ্যোগকে মুসলিম ধর্মের অনুসারীরা স্বাগত জানিয়েছেন।
ফ্রাঙ্কফুর্টে সিটি কাউন্সিলের নেতা হিলিমে আরসলানার ফ্রাঙ্কফুর্টার রন্ডসু পত্রিকাকে বলেছেন, ‘রমজান মাসটি হলো এমন একটি সময়, যখন মুসলমানদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী, তা প্রতিফলিত করে। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশী ও নানা সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়টি শেখায়। যেমনটি অন্যান্য ধর্মেও শেখানো হয়েছে। আমি সন্তুষ্ট যে রমজান মাসে আমাদের এই শহরে আলোকসজ্জার মধ্য দিয়ে শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়াতে পারছি।’
সিটি কাউন্সিলের মেয়র নার্গেস এসকান্দারি-গ্রুনবার্গ বলেছেন, ‘আমাদের এই উদ্যোগ ফ্রাঙ্কফুর্টে বসবাসরত সব মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের। এই আলোকসজ্জা ঐক্যের আলো, বৈষম্যের বিরুদ্ধে, মুসলিমবিরোধী ও বর্ণবাদের বিরুদ্ধে এবং ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে।’
ফ্রাঙ্কফুর্ট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রোসে বোকেনহাইমার সড়ক, যা ফ্রেসগাস নামে পরিচিত। রাস্তায় সন্ধ্যার পরে এই আলোকসজ্জা দেখতে এবং ছবি তুলতে গতকাল থেকেই অনেক মানুষ ভিড় করছেন। এই আলোকসজ্জা আগামী ৯ এপ্রিল পর্যন্ত রমজান মাসজুড়ে চলবে।