এনএসইউএএএ আয়োজন করছে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এনএসইউ অ্যালামনাই সোইরি
নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনএসইউএএএ) বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আয়োজন করছে বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এনএসইউ অ্যালামনাই সোইরি। আগামী ২ আগস্ট মেলবোর্নের সেইন্ট কিলডা টাউন হলে এ আয়োজন করা হবে।
এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় বসবাসকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের জন্য বিনোদন এবং নস্টালজিয়া পরিপূর্ণ একটি অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানের টাইটেল স্পনসরশিপ গ্রহণ করেছে ট্যাপ ট্যাপ সেন্ড এবং ক্লিয়ার পাথ ফিন্যান্সিয়াল গ্রুপ আসছে গোল্ড স্পনসর হিসেবে। ব্রোঞ্জ স্পনসর এইউএসবিএ কেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এএসএ ওয়েলথ ম্যানেজমেন্ট ও সাভান্ট ফিন্যান্সিয়াল সলিউশন।
অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্নব, সুনিধি নায়েক, বুনো ও শুভেন্দু উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করবেন। অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রখ্যাত বাংলাদেশি শিল্পী ও প্রাক্তন এনএসইউ শিক্ষার্থীরা মঞ্চে এসে নস্টালজিয়া এবং বন্ধুত্বের ছোঁয়া যোগ করবেন। অতিথিদের জন্য একটি আকর্ষণীয় নৈশভোজের আয়োজন থাকবে।
‘এনএসইউ অ্যালামনাই সোইরি’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এনএসইউএর প্রাক্তন ছাত্রছাত্রীদের দৃঢ় বন্ধন ও কৃতিত্বের নিদর্শন। ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার কনজ্যুমার অ্যাফেয়ার্সের নট-ফর-প্রফিট অ্যাসোসিয়েশন হিসেবে নিবন্ধিত এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া পেশাভিত্তিক, শিক্ষামূলক ও ব্যক্তিগত উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার সদস্যদের মঙ্গলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনএসইউএএএ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পেশাভিত্তিক জ্ঞান অর্জন থেকে শুরু করে তাঁদের কর্মস্থলে চাকরির ব্যবস্থা এবং পেশাদার প্রশিক্ষণ ও কোচিংয়ের মাধ্যমে দক্ষতা বাড়ানোর সুযোগ পেয়ে আসছেন। এনএসইউএএএ অস্ট্রেলিয়ায় সদ্য আসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য সার্বিক সহায়তা প্রদান করে, যার মধ্যে অন্যতম হলো বিমানবন্দর, পিকআপ, বাসস্থান খুঁজতে ও বিদেশের মাটিতে প্রথম চাকরি পেতে সহায়তা করা ইত্যাদি।
এনএসইউএএএ-এর সাফল্য এনএসইউ কমিউনিটির মধ্যে সুদৃঢ় বন্ধনের ওপর ভীষণভাবে নির্ভর করে। তাই অনুষ্ঠানটি প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্র করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করবে। তাই এনএসইউএএএ সব প্রাক্তন ছাত্রছাত্রীকে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছে।
nsuaa.org.au/alumni-soiree ওয়েবসাইট থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের টিকিট কেটে নিজের আসনটি সুনিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]